হেসে খেলে জিতলো টাইগাররা

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮
হেসে খেলে জিতলো টাইগাররা

ছবি: ক্রিকইনফো

মাশরাফির ২০০তম ওয়ানডে খেলা ম্যাচ বলে কথা, তাই বোধহয় অধিনায়ককে সহজ একটা জয় উপহার দিল টাইগাররা। ম্যাশকে উপহার দেওয়া এ ম্যাচে হেসে খেলেই ৮৯ বলে হাতে রেখেই ৫ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। বোলিংয়ে মাশরাফি, সাকিব, মোস্তাফিজ আর মিরাজের বোলিং তোপে দুশত রানই পার করতে পারেনি ক্যারিবিয়রা। ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯৫ রান সংগ্রহ করে।

১৯৫ রানের জবাবে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। ব্যক্তিগত ৬ রানে কেমার রোচের বল ক্যাচ দিয়েছিলেন লিটন। কিন্তু বলটি নো বল হওয়ায় বেঁচে যান তিনি। এরপরেই তামিম ইকবালের গুরুত্বপূর্ণ উইকেটটি হারায় বাংলাদেশ।

ইনজুরি কাটিয়ে ফেরা দেশসেরা ওপেনার ব্যক্তিগত ১২ রানে রোস্টন চেইসের বলে ধরা পড়েন দেবেন্দ্র বিশুর হাতে। ইমরুল কায়েস (৪) উইকেটে এসেই বাউন্ডারি হাঁকালেন। তারপর বোল্ড হয়ে গেলেন থমাসের বলে।

মুশফিকের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৭ রানের জুটি জমিয়ে ফেলেছিলেন অপর ওপেনার লিটন দাস। হাফ সেঞ্চুরির কাছে গিয়ে কিমো পলের বলে বাজে শট খেলতে গিয়ে ৪১ রানে বোল্ড হয়ে যান এই তরুণ ওপেনার। ২১তম ওভারে ১০০ পার করে বাংলাদেশের স্কোর। চতুর্থ উইকেটে ৫৭ রানের জুটি গড়েন মুশফিক আর সাকিব। হাত খুলে ব্যাটিং করে ২৬ বলে ৩০ রান করা বিশ্বসেরা অল-রাউন্ডার পাওয়েলের বলে ক্যাচ দিলে ভাঙে এই জুটি।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার। এই পজিশনে এটাই তার প্রথম ব্যাট করা। শুরু থেকেই চোখ ধাঁধানো সব শট খেলতে শুরু করেন তিনি। জয়ের কাছাকাছি গিয়ে রোস্টন চেইসের বলে থামে তার ১৩ বলে ২ চার ১ ছক্কায় ১৯ রানের ইনিংস।

এরপরই ক্যারিয়ারর ৩১তম হাফ সেঞ্চুরি তুলে নেন 'মি. ডিপেন্ডেবল' মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদকে (১৪*) নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ৫৫* রানে অপরাজিত মুশফিক।

৩০ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। ৮৯ বল হাতে রেখে ৫ উইকেটের এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজকে ১৯৬ রানের গুটিয়ে দিল টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজকে ১৯৬ রানের গুটিয়ে দিল টাইগাররা

মুশফিক-লিটনে ভর করে এগোচ্ছে বাংলাদেশ

মুশফিক-লিটনে ভর করে এগোচ্ছে বাংলাদেশ

টাইগারদের বোলিং তোপে চাপে ওয়েস্ট ইন্ডিজ

টাইগারদের বোলিং তোপে চাপে ওয়েস্ট ইন্ডিজ

ম্যাশের ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিং

ম্যাশের ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিং