ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাটে নেমে শুরুতে তামিম- কায়েসের উইকেট হারায় বাংলাদেশ। তবে মুশফিক- লিটনের ঝুঁটিতে এগিয়ে যাচ্ছে টাইগাররা।
ক্যারিবিয়ানদের বোলার ওশান টমাসের প্রথম ওভারে ব্যাটের কানায় লেগে চার পেয়েছিলেন ইমরুল কায়েস। পরের ডেলিভারিতেই বলের লাইন মিস করে বোল্ড! ইমরুল ফিরেন চার রানে।
চোট ফেরার ম্যাচে দ্রুতই ফিরেন তামিম। রোস্টন চেইসের বলে আলগা এক শট খেলে আউট হন ১২ রানে। নতুন বলে এক পাশ থেকে শুরু করা চেইসের বলে আগেও খানিকটা নড়বড়ে ছিলেন তামিম। খেলছিলেন একটু ছটফট করে। ইনিংসের অষ্টম ওভারে এই অফ স্পিনারকে সুইপ করে দুটি চার মারেন লিটন। শেষ বলটি ছিল স্টাম্পের বেশ বাইরে ঝুলিয়ে দেওয়া। তামিম শরীর থেকে বেশ দূরে খেলে ক্যাচ দিলেন দেবেন্দ্র বিশুর হাতে।
পরে ব্যাটিংয়ে নেমে মুশফিক ও লিটন দলকে এগিয়ে নিচ্ছেন। লিটন ৩৭ এবং মুশফিক ১১ রান করে উকেটে আছেন।
এর আগে, ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯৫ রান সংগ্রহ করেছে। ওয়েস্ট উন্ডিজের বিরুদ্ধে মাশরাফি ও মোস্তাফিজ ৩টি এবং সাকিব, রুবেল ও মেহেদি একটি করে উইকেট নেন।