ওয়েস্ট ইন্ডিজকে ১৯৬ রানের গুটিয়ে দিল টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮
ওয়েস্ট ইন্ডিজকে ১৯৬ রানের গুটিয়ে দিল টাইগাররা

ছবি: ক্রিকইনফো

গতকাল সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রোভম্যান পাওয়েল একটা প্রতিশোধের ইঙ্গিত দিয়েছিলেন। ইয়েস্ট ইন্ডিজের সকল প্রকার পরিকল্পনা প্রায় ভেঙ্গেই দিয়েছে বাংলাদেশের বোলাররা।

মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। বোলিংয়ে মাশরাফি, সাকিব, মোস্তাফিজ আর মিরাজের বোলিং তোপে দুশত রানই পার করতে পারেনি ক্যারিবিয়রা। ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯৫ রান সংগ্রহ করেছে।

শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কিয়েরন পাওয়েলকে আউট করে ওয়ানডে মিশন করেছে করেছেন সাকিব আল হাসান। কিয়েরন পাওয়েলকে ১০ রান করে আউট হন।

এরপর দুই দুইবার জীবন পার ড্যারেন ব্রাভো। প্রথমে ১৩ রানে, পড়ে ১৮ রানে। তবে তৃতীয়বারে তাকে ফিরিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অবশ্য তাতে দারুণ কৃতিত্ব আছে তামিম ইকবালের। ইনজুরি থেকে ফিরে আসা এ খেলোয়াড় লংঅফ থেকে অনেকটা দৌড়ে এক্সট্রা কভারে দারুণ এক ক্যাচ লুফে নিয়েছেন।

৫১ বলে ১টি চারের সাহায্যে ১৯ রান করেছেন ব্রাভো। এরপর দলকে এক পাশ আগলে রাখা শেই হোপকে আউক করেন ম্যাশ। শোপ ৪৩ রানে সাজঘরে ফিরেন।

মাশরাফি ও সাকিবের পর ওয়েস্ট উন্ডিজে সিরিজে আঘাত হানেন মেহিদি হাসান। শিমরন হেটমায়ার কে ৬ রানে বোল্ড করে ফেরান মেহেদি। 

মেহেদির পর ফের আঘাত হানের মাশরাফি। ম্যাশের বলে রভম্যান পাওয়েল ক্যাচ তুলে দেন। ক্যাচটি ধরেন লিটন। ১৪ রানে ফেরেন পাওয়েল।

এরপর বোলিং রাজত্ব শুরু করেন মোস্তাফিজ। রোস্টন চেজকে ৩২,  কিমু পলকে ৩৬ এবং শূণ্য রানে দেবেন্দ্র বিশুকে সাজঘরে ফেরান মোস্তাফিজকে।

এদিন, মোস্তাফিজ ও মাশরাফি ৩টি এবং সাকিব, রুবেল ও মেহেদি একটি করে উইকেট নেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের বোলিং তোপে চাপে ওয়েস্ট ইন্ডিজ

টাইগারদের বোলিং তোপে চাপে ওয়েস্ট ইন্ডিজ

শুরুতেই সাকিবের আঘাত

শুরুতেই সাকিবের আঘাত

টস হেরেছে বাংলাদেশ

টস হেরেছে বাংলাদেশ

জয়ের স্মৃতি নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ

জয়ের স্মৃতি নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ