দেশের মাঠে মাশরাফির শেষ সিরিজ?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮
দেশের মাঠে মাশরাফির শেষ সিরিজ?

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বিশ্বকাপে দেশের মাটিতে আর কোন খেলা নেই টাইগারদের। ফলে একটা প্রশ্ন এসেই যায়, দেশের মাটিতে এটিই কি তাহলে বাংলাদেশের অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ?

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) বলছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে যাবে নিউজিল্যান্ড সফরে। সেখান থেকে ফিরে কদিনের বিরতি। এরপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপ খেলার আগে মে মাসে আয়ারল্যান্ডে খেলবে একটি ত্রিদেশীয় সিরিজ।

এফটিপি আর মাশরাফির ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলার সমিকরণ বলে দিচ্ছে, এটাই হয়তো দেশের মাটিতে মাশরাফির বিদায়ী সিরিজ।

মাশরাফির কি এটাই বিদায়ী সিরিজ? সেটা ম্যাশের মুখ থেকে শোনার জন্য সংবাদিকদের মাঝেও ছিল নানা জল্পনা কল্পনা। আজ সংবাদ সম্মেলনে এসে মুখোমুখি হতে হয়, এই কঠিন প্রশ্নের।

জবাবে মাশরাফির সহজ জবাব, ‘আমার কোনো দিনই ভাবনা থাকে না। কোনো কিছু ভেবে করি না। দেখা যাক সামনে কী হয়।’

তবে এটি মাশরাফির জন্য বিদায়ী সিরিজ হলেও তার চেয়ে বড় খবর হল প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০০তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে মাঠে নামছেন মাশরাফি। তবে মাইলফলক নিয়ে রোমাঞ্চিত হলেও এ নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই অধিনায়কের। এমনকি এটাকে আলাদাভাবে গুরুত্বপূর্ণও ভাবছেন না। স্রেফ আট দশটা ম্যাচের মতোই এ ম্যাচেও জয়ের লক্ষ্যেই নামবেন তিনি। এমনকি বিষয়টি ভুলেও গিয়েছিলেন অধিনায়ক। সংবাদ সম্মেলনে প্রশ্ন করার পরই মনে আসে তার।

মাইলফলকের এ ম্যাচ নিয়ে অধিনায়ক বললেন, ‘ধন্যবাদ মনে করার জন্য। আমার আসলে খেয়াল ছিল না। আমি আগেও বলেছি, এই গুলো আমাকে স্পর্শ করে না। এগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণও না। গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের ম্যাচটা জেতা। এইদিক থেকে ভালো লাগছে যে, বাংলাদেশের হয়ে ওয়ানডে সংস্করণে অন্তত ২০০তম ম্যাচ হচ্ছে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডেতে পেসারদের প্রতিই আস্থা ম্যাশের

ওয়ানডেতে পেসারদের প্রতিই আস্থা ম্যাশের

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

তামিম-সৌম্যর জোড়া সেঞ্চুরি, জয় দিয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

তামিম-সৌম্যর জোড়া সেঞ্চুরি, জয় দিয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

মোসাদ্দেকের সেঞ্চুরি, জয় পেল বাংলাদেশ

মোসাদ্দেকের সেঞ্চুরি, জয় পেল বাংলাদেশ