ইমার্জিং এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। সোমবার ১৫ সদস্যের একটি দল নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে টাইগাররা। এবারের টুর্নামেন্টে জাতীয় দল থেকে বাদ পড়া উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বাংলাদেশের নেতৃত্ব দিবেন।
৬ ডিসেম্বর করাচিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ইতিমধ্যে, ইমার্জিং টিম এশিয়া কাপের জন্য বিসিবি ১৫ জনের দল ঘোষণা করেছে। জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্তও ডাক পেয়েছেন টুর্নামেন্টে খেলার জন্য।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে এবারের ইমার্জিং এশিয়া কাপ পাকিস্তানের করাচি ও শ্রীলঙ্কার কলম্বো অনুষ্ঠিত হবে। এশিয়ার টেস্টে খেলুড়ে পাঁচ দেশের অনূর্ধ্ব-২৩ দল এবং সহযোগী দেশগুলো জাতীয় দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। তবে অনূর্ধ্ব-২৩ বলেও ২৩ বছরের বেশি মোট চারজনকে রাখতে পারবে টেস্ট খেলুড়ে দলগুলো।
২৩ বছরের বেশি বাংলাদেশের সেই চারজন হলেন, অধিনায়ক নুরুল হাসান সোহান, ওপেনার মিজানুর রহমান, পেসার শফিউল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ। স্কোয়াডে বাংলাদেশ রেখেছে পাঁচজন পেসার। এরমধ্যে দুজন টেস্ট খেলুড়ে। বিশেষজ্ঞ স্পিনার আছেন দুজন।
প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার পরদিন বাংলাদেশের প্রতিপক্ষ হংক। ৯ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ‘এ’ গ্র্রুপে আছে শ্রীলঙ্কা, ভারত, ওমান ও আফগানিস্তান।
তবে এবারে টুর্নামেন্ট দুটি দেশে হওয়ার মূল কারণ হলো ভারত। ভারত পাকিস্তান সফরে যেতে রাজি নয়। ফলে সেমি-ফাইনাল ও ফাইনাল হবে কলম্বোতে। দুই গ্রুপের শীর্ষ চার দলকে নিয়ে সেমিফাইনাল ১৩ ডিসেম্বর। ফাইনাল ১৫ ডিসেম্বর।
ইমার্জিং এশিয়া কাপের গত আসর হয়েছিল গত বছর বাংলাদেশে। সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। লঙ্কানরা পরে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে জিতেছিল শিরোপা।
বাংলাদেশ দল:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, তানভীর ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজি অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মোহর শেখ।