একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্বাচনের ব্যস্ততার কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে সিরিজে তার না খেলার শঙ্কা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ দলের একটি অংশ ঢাকায় পা রেখেছে। আগামী ২২ নভেস্বর টেস্ট সিরিজ দিয়ে শুরু এ সিরিজের প্রথম খেলা। ৮ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সে সিরিজেই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফি খেলার সম্ভাবনা কম বলেও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, সামনেই জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু। এর মধ্যে যদি সময় করতে পারে তাহলে মাশরাফি খেলবে।
তিনি আরও বলেন, আমরা মনে করি সে (মাশরাফি) দলে অধিনায়ক হিসেবে খেলছে, পারফরমার হিসেব নয়। তার সঙ্গে আজ (বৃহস্পতিবার) রাতে আমার কথা হবে। ক্যারিবীয়দের বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নড়াইল থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।