নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে ৬ উইকেটে জয় পেয়েছিল সালমা-খাদিজারা।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রান করে পাকিস্তান।
দলের পক্ষে বিসমাহ মারুফ ২২, জাভেরিয়া খান ২১ ও নিদা দার ১৯ রান করেন। বাংলাদেশের পক্ষে খাজিদা ও সালমা ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১০৭ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়ে ৯৮ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ২৮ রান করেন ফারজানা হক। এ ছাড়া রুমানা ও লতা মন্ডল ১০ রান করে সংগ্রহ করেন।