এক ওভারে কত রান হতে পারে, ধারণা আছে আপনার? সর্বোচ্চ ৬ বলে ছয়টি ছক্কা হাঁকালেও ৩৬ রান হতে পারে। তবে এর চেয়েও যে বেশি রান হতে পারে তেমনি ঘটানার জন্ম দিলো নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে।
৫০ ওভারের ম্যাচের এক ওভারে ৪৩ রান নিয়েছেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের দুই ব্যাটসম্যান জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন। বোলার ছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পেসার উইলিয়াম লুডিক।
এদিকে এর ফলে অবশ্য বেশি রান দেয়ার লজ্জার রেকর্ড থেকে মুক্ত হলেন বাংলাদেশের পেসার আলাউদ্দিন বাবু। শুধু বাবু নয় এ লজ্জা থেকে রেহায় পেল বাংলাদেশও। কারণ বাবুর নামে সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের নাম।
২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচে বাবুর এক ওভার থেকে ৩৯ রান নিয়েছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এলটন চিগুম্বুরা। ওই ওভারে চারটি ছক্কা ও তিনটি চার মেরেছিলেন চিগুম্বুরা।
নিউজিল্যান্ডের এ ঘরোয়া ক্রিকেটে লুডিকের ওভারটি ছিল এমন- ৪, ৬ নো-বল, ৬ নো-বল, ৬, ১, ৬, ৬, ৬। প্রথম ৯ ওভারে তার বোলিং ফিগার ছিল ৯ ওভারে ৪২ রান, ১ উইকেট। তবে শেষ ওভারে ৪৩ রান দেয়ায় লুডিকের বোলিং ফিগার দাঁড়ায় ১০ ওভারে ৮৫ রান, ১ উইকেট।
4, 6+nb, 6+nb, 6, 1, 6, 6, 6
— Northern Districts (@ndcricket) November 7, 2018
43-run over
List A world record
Congratulations Joe Carter and Brett Hampton!#ndtogether #cricketnation pic.twitter.com/Kw1xgdP2Lg