দ্বিপক্ষীয় তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে এ রেকর্ড গড়েন তিনি।
এদিকে এ রেকর্ড গড়ার ফলে পেছনে পড়ে গেলেন বাংলাদেশের আরেক বাঁ-হাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। ২০১৪-১৫ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ৩১২ রান করেছিলেন তামিম। ইনজুরিতে থাকায় তামিম এ সিরিজের খেলেননি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ১৪৪ ও ৯০ রান করেন ইমরুল। তামিমকে টপকে যেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭৯ রান দরকার ছিল ইমরুলের। তবে চট্টগ্রামে তৃতীয় ম্যাচে ১১৫ রান করেন। আর এতেই তামিমকে টপকে যান ইমরুল। সিরিজে তিন ম্যাচ মিলে ৩৪৯ রান করেন তিনি।
শুক্রবার সিরিজের শেষ ম্যাচ সুযোগ পেয়ে ইমরুলের সঙ্গে জ্বলে ওঠেন সৌম্য সরকারও। ৮১ বলেই তুলে নেন সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। বিধ্বংসী এ ব্যাটিংয়ে ৪টি ছক্কা হাঁকান বাঁহাতি এ ড্যাশিং ব্যাটসম্যান। এছাড়া রয়েছে আরও ৯টি চারের মার। ৯২ বল খেলে ১১৭ রানের থেমে যান সৌম্য।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে। সেটাও ছিল মাত্র ৯৪ বলে। এবার সৌম্য হাকালেন ৮১ বলে সেঞ্চুরি।