তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে শন উইলিয়ামসের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ২৮৭ রানের টার্গেট দাঁড় করলো সফররত জিম্বাবুয়ে। সিন উইলিয়ামস ১৪৩ বল খেলে ব্যাক্তগত অপরাজিত ১২৯ রান করেন।
টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান করে তারা। ফলে ২-০ তে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের এ ম্যাচে জয় পেতে হলে ২৮৭ রান করতে হবে।
ব্যাট হাতে সিন উইলিয়ামসনের অপরাজিত ১২৯ ,ব্রেন্ডন টেইলরের ৭৫, সিকান্দার রাজার ৪০ রান করেন। বাংলাদেশের হয়ে নাজমুল ইসলাম ২টি এবং মোহাম্মদ সাইফুল্লাহ ও আবু হায়দার রনি একটি করে উইকেট নেন।
এদিকে আজকের ম্যাচে বাংলাদেশ তিননটি পরিবর্তন এনেছে। ফজলে মাহমুদ, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজের পরিবর্তে একাদশে ঢুকেছেন আরিফুল হক, আবু হায়দার ও সৌম্য সরকার।
সিরিজ শুরু আগে ঘোষিত দলে জায়গা না হলেও পরে দলে যুক্ত করা হয় সৌম্য সরকারকে। এছাড়া এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো আরিফুল হকের।
অন্যদিকে দু’টি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। তেন্ডাই চাতারা ও ব্রেন্ডন মাভুতার পরিবর্তে একাদশে এসেছেন রিচার্ড এনগারাভা ও ওয়েলিংটন মাসাকাদজা।
বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, আরিফুল হক, আবু হায়দার, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল ইসলাম ও আবু হায়দার।
জিম্বাবুয়ে একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চেপাস ঝুয়াও, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা ও ওয়েলিংটন মাসাকাদজা।