অধিনায়ক বিরাট কোহলির রেকর্ডময় ও মহা কাব্যিক ইনিংসের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত মাচটি টাই করেছে। বুধবার পাঁচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি টাই হয়েছে।
বিরাট কোহলির রেকর্ডময় ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান করে ভারত। জবাবে শাই হোপের অপরাজিত সেঞ্চুরির সুবাদে ৭ উইকেট হারিয়ে ৩২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ১৫৭ এবং আম্বাতি রাইদুর ৭৩ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান করে ভারত। এ ইনিংস দিয়েই দ্রুততম ১০ হাজার রান পূর্ণ করার মাইলফলক স্পর্শ করেন কোহলি। কেমার রোচ ১০ ওভার বোলিং করে ২৯ রানে ৩ উইকেট শিকার করেন।
জয়ের জন্য ৩২২ রানের লক্ষ্যে খেলতে নেমে হোপের অপরাজিত ১২৩ ও শিমরোন হেটমায়ারের ৯৪ রানের সুবাদে ইনিংসের শেষ বলে সফরকারীরা ৩২১ রান করলে ম্যাচটি টাই হয়। কুলদ্বীপ যাদব ৬৭ রানে নেন ৩ উইকেট।
কোহলির নতুন রেকর্ড
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ২০৫তম ইনিংসে ১০ হাজার রান পূর্ণ নতুন রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কেবলমাত্র ইনিংস নয় সময় ব্যবধানেও দ্রুততম সময়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার (২৪ অক্টোবর) অপরাজিত ১৫৭ রানের ইনিংস খেলে নতুন এ রেকর্ড গড়েন কোহলি। তার এমন রেকর্ডে পেছনে পড়ে গেলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। নিজের ২৫৯তম ইনিংসে ওয়ানডেতে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন টেন্ডুলকার।
টেন্ডুলকারের পরই আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ২৬৩তম ইনিংসে ওয়ানডেতে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন গাঙ্গুলী।