বিশ্বের ১১তম ও বাংলাদেশের প্রথম উইকেটরক্ষক হিসেবে ওয়ানডেতে ২শ’ ডিসমিজালের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইকেটের পেছনে তিনটি ক্যাচ নিয়ে বুধবার ক্যারিয়ারের ২শ’ ডিসমিসাল পূর্ণ করেন তিনি।
১৯৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৫৯টি ক্যাচ ও ৪২টি স্টাম্পিং করেছেন মুশফিকুর। ফলে তার ক্যারিয়ারে সর্বমোট ডিসমিসালের সংখ্যা হলো- ২০১টি। যা বাংলাদেশের মধ্যে উইকেটরকক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসাল।
১২৬ ম্যাচে ১২৬ ডিসমিসাল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ৪০৪ ম্যাচে ৪৮২ ডিসমিসাল নিয়ে সবার উপরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।