টাইগারদের সম্ভাব্য একাদশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৪ অক্টোবর ২০১৮
টাইগারদের সম্ভাব্য একাদশ

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ চট্টগ্রামে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। সিরিজ হার এড়াতে জিম্বাবুয়ের এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে, জিতলেই এক ম্যাচ রেখেই সিরিজ জয় নিশ্চিত মাশরাফি বাহিনীর।

এমন একটা ম্যাচে তাই কোনো ঝুঁকি হয়তো নেবে না বাংলাদেশ। সেক্ষেত্রে মুস্তাফিজ ফিট থাকলে আজকের ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। আর সেটা না হলে মুস্তাফিজের জায়গায় দলে ফিরতে পারেন রুবেল হোসেন।

এছাড়া অভিষেক ম্যাচে প্রথম ওয়ানডেতে 'ডাক' মারা বাঁ-হাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি আজও খেলবেন এটা অনেকটা নিশ্চিত। কারণ তার ব্যাপারে মাশরাফির বলেছেন, একটা ম্যাচ দিয়ে সব বিচার করা ঠিক না। তার অবশ্যই আরেকটি সুযোগ পাওয়া উচিত।

ফলে বিকল্প ওপেনার নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফুদ্দিন ভালো খেলায় লেট অর্ডার আরিফুল, আর রুবেল সুস্থ হওয়ায় বাঁ-হাতি পেসার আবু হায়দার রনির কারোরই আজকের ম্যাচে নামার সম্ভাবনা কম। তবে, সিরিজ জিতে গেলে পরের ম্যাচে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে এই তিনজনই তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. লিটন কুমার দাস ২. ইমরুল কায়েস ৩. ফজলে মাহমুদ রাব্বি ৪. মুশফিকুর রহিম ৫. মোহাম্মদ মিথুন ৬. মাহমুদুল্লাহ রিয়াদ ৭. মোহাম্মদ সাইফুদ্দিন ৮. মেহেদি হাসান মিরাজ ৯. মাশরাফি বিন মর্তুজা ১০. মুস্তাফিজুর রহমান/ রুবেল হোসেন ১১. নাজমুল ইসলাম অপু



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে এন্ডারসন ও ফিলিপস

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে এন্ডারসন ও ফিলিপস

যেখানে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের

যেখানে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের

বিজেপির সেরা চমক ধোনি!

বিজেপির সেরা চমক ধোনি!

অবসরে যাচ্ছেন হেরাথ

অবসরে যাচ্ছেন হেরাথ