বৃষ্টি বিঘ্নিত চতুর্থ ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো সফরকারী ইংল্যান্ড। শনিবার সিরিজের চতুর্থ ম্যাচে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ১৮ রানে হারিয়েছে ইংলিশরা। এ জয়ে পাঁচ ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
ক্যান্ডিতে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর ৭০ রানের জুটি গড়েন নিরোশান ডিকবেলা ও অধিনায়ক দিনেশ চান্ডিমাল। চান্ডিমাল ৩৩ রানে ফিরলেও হাফ-সেঞ্চুরি তুলে ৫২ রানে ফিরেন ডিকবেলা।
মিডল-অর্ডারের দুই ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। মেন্ডিস ৫ ও ডি সিলভা ১৭ রান করেন। তবে শেষের দিকে দাসুন শানাকার ৬৬, থিসারা পেরেরার ৪৪ ও আকিলা ধনঞ্জয়া অপরাজিত ৩২ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৩ রান করে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের মঈন আলী ২টি উইকেট নেন।
জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ৫২ রানের সূচনা পায় ইংল্যান্ড। প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ১ রানে ফিরেন ওপেনার অ্যালেক্স হেলস। ভালো কিছুর ইঙ্গিত দিয়ে ৪৫ রানে থামেন আরেক ওপেনার জেসন রয়। দলীয় ৭৬ রানে রয়ের বিদায়ের পর দলের হাল ধরেন জো রুট ও অধিনায়ক ইয়োইন মরগান।
তৃতীয় উইকেটে ৬৯ বল মোকাবেলা করে দলের স্কোর ২৭ ওভারে ১৩২ রানে নিয়ে যান রুট ও মরগান। এরপর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। ম্যাচ জয়ের জন্য এ সময় ২৩ ওভারে ১৪২ রান দরকার ছিল ইংল্যান্ডের। পরবর্তীতে আর খেলা শুরু না হলে বৃষ্টির আইনে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করেন ম্যাচ পরিচালনাকারীরা। রুট ৩২ ও মরগান ৩১ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ হয়েছেন ইংল্যান্ডের মরগান।
আগামী ২৩ অক্টোবর কলম্বোতে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।