ঢাকায় এসেছে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। বিভিন্ন দেশ ভ্রমণ করে সোনালী রঙের ট্রফিটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আজ (বুধবার) সকাল সাড়ে ৮টায় রাজধানী এসে পৌঁছায়।
ঢাকায় পৌঁছানোর পর ট্রফিটি নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে। সেখানে ট্রফি নিয়ে ইউনিসেফের এক অনুষ্ঠানে ছবি তুলেছে সুবিধাবঞ্চিত শিশুরা। দুপুর একটায় ট্রফির সাথে ফটোসেশন করেছেন বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রা।
বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি মোট চারদিন বাংলাদেশে থাকবে। আজকের পর আগামীকাল (বৃহস্পতিবার) বসুন্ধরার যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে।
১৯ অক্টোবর ঢাকা থেকে ট্রফিটি যাবে সিলেটে। সেখানে সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ক্যাডেট কলেজে সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত রাখা হবে। ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রদর্শিত হবে ট্রফিটি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে।