দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ এএম, ০৭ অক্টোবর ২০১৮
দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চি করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এবার সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো। শেষ ম্যাচে ৪ উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় দলীয় সংগ্রহ ২২৮ এর বেশি যেতে পারেনি। ২৫ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৫ রান পায় স্বাগতিকরা। এইডেন মারক্রাম আউট হন ৪২ রান করে। অপর ওপেনার রেজা হেনড্রিকস করেন ৬৬ রান। ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৫৯ রান আসে উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। ৪৫.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

এর আগে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ে। ২১ রানের মধ্যে ২ উইকেট হারালেও শন উইলিয়ামস আর ব্রেন্ডন টেলরের দৃঢ়তায় একটা সময় বেশ ভালো অবস্থানে ছিল সফরকারীরা। ৩ উইকেটেই তারা তুলে ফেলেছিল ১১৭ রান।

তবে ৪০ রান করে টেলর আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। ৬৯ রানে সাজঘরের পথ ধরেন আরেক সেট ব্যাটসম্যান উইলিয়ামসও। শেষের দিকে তিরিপানোর ২৯ রানে কোনোমতে লড়াই করার পুঁজি পায় মাসাকাদজার দল। ওপেনিংয়ে নামা মাসাকাদজাও করেন ২৮ রান।

চোট থেকে ফেরা ডেল স্টেইন দারুণ বোলিং করেন। ২৯ রানে তিনি নেন ৩টি উইকেট। ৩ উইকেট নেন আরেক পেসার কাগিসো রাবাদাও। ২টি করে শিকার আন্দিল ফেলুকায়ো আর ইমরান তাহিরের।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো মেয়েরা

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো মেয়েরা

পাঁচ উইকেট নিয়ে অনন্য রেকর্ড কুলদীপের

পাঁচ উইকেট নিয়ে অনন্য রেকর্ড কুলদীপের

পুরোপুরি ঠিক হবে না সাকিবের আঙুল

পুরোপুরি ঠিক হবে না সাকিবের আঙুল

ষষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকেই ম্যাচ সেরা পৃথ্বী

ষষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকেই ম্যাচ সেরা পৃথ্বী