প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুঁইয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে জেতার সহজ সুযোগ পেয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি তারা। সিরিজের তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে পার্লের বোল্যান্ড পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে তারা।
ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১১৭ রানে অলআউট হয়েছিল তারা। হেরেছিল ৫ উইকেটে। পরে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১৯৮ রানে বেঁধে ফেলেও হারতে হয়েছিল ১২০ রানের ব্যবধানে।
শেষ ম্যাচে ভালো কিছুর লক্ষ্য আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশই রয়েছে জিম্বাবুয়ের। ইনজুরি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ফাফ দু প্লেসিস।
দক্ষিণ আফ্রিকা
এইডেন মারক্রাম, রেজা হেনড্রিকস, ফাফ দু প্লেসিস, হেনরিখ ক্লাসেন, খায়া জোন্ডো, জেপি ডুমিনি, আন্দিল ফেলুকায়ো, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, ইমরান তাহির ও তাবারেজ শামসি।
জিম্বাবুয়ে
হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, শন উইলিয়ামস, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা ও ডোনাল্ড তিরিপানো।