বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে একই ম্যাচে ব্যাটিং ও বোলিং উদ্বোধন করলেন মেহেদি হাসান মিরাজ। এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট হাতে উদ্বোধণ করেন মিরাজ। এরপর বল হাতেও ইনিংস শুরু করেন তিনি।
বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ব্যাটিং-বোলিং উদ্বোধন করলেন মিরাজ। ম্যাচে ব্যাট হাতে ৫৯ বলে ৩২ রান ও বল হাতে ৪ ওভারে ২৭ রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি মিরাজ।
এছাড়া সব মিলিয়ে বিশ্বের ৪৩তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে একই ম্যাচে ব্যাটিং ও বোলিং উদ্বোধন করলেন মিরাজ।
এশিয়া কাপের এবারের আসরেও ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে ২২৩ রানের টার্গেট দিয়ে ভারতে বিপক্ষে জয ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ। তবে বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল টাইগাররা। শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে ৩ উইকেটে জয় তুলে নেয় রোহিত শর্মার ভারত।