ওপেনিং জুটিতে দারুণ শুরু করার পর আশায় বুখ বেঁধেছিল টাইগার ভক্তরা। তবে ওপেনিং জুটি ভাঙার পর আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেনি ভারতীয় বোলাদের সামনে। শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে ৪৮ ওভার ৩ বলে ২২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
লিটন দাসের সাথে ওপেনিং জুটিতে মাঠে নেমেছিলেন মিরাজ। তারা দুজনে মিলে দুর্দান্ত শুরু। বিনা উইকেটে তুলে নেন ১২০ রান। সেখান থেকে হঠাৎ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীনতায় একের পর এক উইকেট জলাঞ্জলি দিয়েছে বাংলাদেশ। ১২০ থেকে ১৫১ রানেই ৫ উইকেট হারিয়ে খাদের কিণারায় পরে বাংলাদেশ।
তবে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করেন সেঞ্চুরিয়ান লিটন দাস। তার সে চেষ্টাও বৃথা যায় আম্পায়ারদের বিতর্কিত এক রান আউটে। শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতেই ২২২ রানে অলআউট মাশরাফি বিন মর্তুজার দল।
ভারতের পক্ষে সবচেয়ে সফল ছিলেন কুলদ্বীপ যাদব। ৪৫ রানে ৩টি উইকেট নেন তিনি। ২টি উইকেট নেন কেদর যাদব।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ফলে প্রথমে ব্যাট হাতে নামেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।