বাংলাদেশ-ভারত ওয়ানডে পরিসংখ্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ-ভারত ওয়ানডে পরিসংখ্যান

ছবি : ক্রিকইনফো

এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ওয়ানডেতে এর আগে ৩৪বার মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে ২৮টিতে ভারত ও ৫টিতে জয় পায় বাংলাদেশ।

এছাড়া এশিয়া কাপে এখন পর্যন্ত ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে দশবারই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। একবার জিতেছে বাংলাদেশ। ২০১২ সালের আসরে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা।

চলুন জেনে নেয়া যাক এখন পর্যন্ত দু’দলের মুখোমুখি হওয়া ম্যাচগুলোর পরিসংখ্যান-

ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি রান (বাংলাদেশ) : মুশফিকুর রহিম, ২০ ম্যাচে ৫৯৯ রান।
ব্যক্তিগভাবে সবচেয়ে বেশি রান (ভারত) : বিরাট কোহলি, ১১ ম্যাচে ৬৫৪ রান।

সর্বোচ্চ দলীয় সংগ্রহ (বাংলাদেশ) : ৪৯.৪ ওভার ৩০৭, ঢাকা, ১৮ জুন ২০১৫।
সর্বোচ্চ দলীয় সংগ্রহ (ভারত) : ৫০ ওভার ৩৭০/৪, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০১১।

সবচেয়ে বেশি উইকেট (বাংলাদেশ) : মাশরাফি বিন মর্তুজা, ১৮ ম্যাচে ২২ উইকেট।
সবচেয়ে বেশি উইকেট (ভারত) : অজিত আগাকার, ৮ ম্যাচে ১৬ উইকেট।

সবচেয়ে বেশি ক্যাচ (বাংলাদেশ) : নাসির হোসেন, ৯ ম্যাচে ৭ ক্যাচ।
সবচেয়ে বেশি ক্যাচ (ভারত) : শিখর ধাওয়ান, ৭ ম্যাচে ৬ ক্যাচ।

উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল (বাংলাদেশ) : মুশফিকুর রহিম, ২০ ম্যাচে ২২ ডিসমিসাল।
উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল (ভারত) : মহেন্দ্র্র সিং ধোনি, ১৯ ম্যাচে ২৯ ডিসমিসাল।

সেরা জুটি (বাংলাদেশ) : এনামুল হক-মুশফিকুর রহিম, তৃতীয় উইকেটে ১৩৩ রান, ফতুল্লা।
সেরা জুটি (ভারত) : বিরাট কোহলি-আজিঙ্কা রাহানে, তৃতীয় উইকেটে ২১৩ রান, ফতুল্লা।

সবচেয়ে বেশি ম্যাচ (বাংলাদেশ) : মুশফিকুর রহিম, ২০টি।
সবচেয়ে বেশি ম্যাচ (ভারত) : মহেন্দ্র্র সিং ধোনি, ২১টি।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ (বাংলাদেশ) : হাবিবুল বাশার, ৭টি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ (ভারত) : মহেন্দ্র্র সিং ধোনি, ১১টি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনালে আশাবাদি মাশরাফি

ফাইনালে আশাবাদি মাশরাফি

বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে পরিসংখ্যান

বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে পরিসংখ্যান

এ বিজয় আমাদের : শেখ হাসিনা

এ বিজয় আমাদের : শেখ হাসিনা

যেতে চাই আরও অনেকটা পথ : মাশরাফি

যেতে চাই আরও অনেকটা পথ : মাশরাফি