বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে পরিসংখ্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে পরিসংখ্যান

ছবি : ক্রিকইনফো

চলমান এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। ওয়ানডেতে ক্রিকেটে এর আগে ৩৫বার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে ৩১টিতে পাকিস্তান ও ৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে ১২বার বাংলাদেশের বিপক্ষে লড়াই করে সবগুলোতেই জিতেছে পাকিস্তান। কিন্তু এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে একবারের সাক্ষাতে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

চলুন এখন পর্যন্ত দু’দলের মুখোমুখি হওয়া ম্যাচগুলোর কিছু পরিসংখ্যান দেখে নেয়া যাক-

সবচেয়ে বেশি রান (বাংলাদেশ) : তামিম ইকবাল, ১৬ ম্যাচে ৬৭৬ রান।
সবচেয়ে বেশি রান (পাকিস্তান) : মোহাম্মদ ইউসুফ, ১৮ ম্যাচে ৮৯৩ রান।

সবচেয়ে বেশি উইকেট (বাংলাদেশ) : সাকিব আল হাসান, ১৫ ম্যাচে ২১ উইকেট।
সবচেয়ে বেশি উইকেট (পাকিস্তান) : শহিদ আফ্রিদি, ২১ ম্যাচে ৩২ রান।

সবচেয়ে বেশি ক্যাচ (বাংলাদেশ) : মাশরাফি বিন মর্তুজা, ১৭ ম্যাচে ৮ ক্যাচ।
সবচেয়ে বেশি ক্যাচ (পাকিস্তান) : ইউনিস খান, ২০ ম্যাচে ১৬ ক্যাচ।

উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল (বাংলাদেশ) : খালেদ মাসুদ, ১৬ ম্যাচে ১৭ ডিসমিসাল।
উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল (পাকিস্তান) : কামরান আকমল, ১২ ম্যাচে ১৭ ডিসমিসাল।

জুটিতে সবচেয়ে বেশি রান (বাংলাদেশ) : সাকিব আল হাসান-নাসির হোসেন, ৬ ইনিংসে ৩৩৩ রান।
জুটিতে সবচেয়ে বেশি রান (পাকিস্তান) : সালমান বাট-কামরান আকমল, ৪ ইনিংসে ৩৫১ রান।

সেরা জুটি (বাংলাদেশ) : তামিম ইকবাল-মুশফিকুর রহিম, তৃতীয় উইকেটে ১৭৮ রান।
সেরা জুটি (পাকিস্তান) : ইজাজ আহমেদ-মঈন উল আতিক, তৃতীয় উইকেটে ২০৫ রান।

সেরা অলরাউন্ডিং পারফরমেন্স (বাংলাদেশ) : মাহমুদুল্লাহ রিয়াদ ১৭ ম্যাচে ২৪৭ রান ও ৬ উইকেট।
সেরা অলরাউন্ডিং পারফরমেন্স (পাকিস্তান) : শহিদ আফ্রিদি ২১ ম্যাচে ৫২৭ রান ও ৩২ উইকেট।

সবচেয়ে বেশি ম্যাচ (বাংলাদেশ) : মাহমুদুল্লাহ রিয়াদ, ১৭টি।
সবচেয়ে বেশি ম্যাচ (পাকিস্তান) : : শহিদ আফ্রিদি, ২১টি।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ (বাংলাদেশ) : মোহাম্মদ আশরাফুল, ৬টি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ (পাকিস্তান) : ইনজামাম উল হক, ৭টি।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের ট্রাম কার্ড মোস্তাফিজ, পাকিস্তানের মালিক

বাংলাদেশের ট্রাম কার্ড মোস্তাফিজ, পাকিস্তানের মালিক

পাকিস্তানের বিপক্ষে প্রতিশোধের মোক্ষম সুযোগ বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে প্রতিশোধের মোক্ষম সুযোগ বাংলাদেশের

ব্যাটিং গড়ে সবার উপরে ধাওয়ান, তালিকায় মাহমুদুল্লাহ

ব্যাটিং গড়ে সবার উপরে ধাওয়ান, তালিকায় মাহমুদুল্লাহ

যেতে চাই আরও অনেকটা পথ : মাশরাফি

যেতে চাই আরও অনেকটা পথ : মাশরাফি