ভারতের বিপক্ষে আফগানিস্তানের ২৫২ রানের লড়াকু স্কোর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮
ভারতের বিপক্ষে আফগানিস্তানের ২৫২ রানের লড়াকু স্কোর

ছবি : ক্রিকইনফো

এশিয়া কাপের সুপার ফোরের নিজেদের শেষ ম্যাচ মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। ইতোমধ্যে ভারত টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করার পয়েন্ট টেবিলে তেমন গুরুত্বপূর্ণ না হলেও জয়ে ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া আফগানিস্তানও জয়ের জন্য মরিয়া।

সেই প্রমাণ পাওয়া গেল নিজেদের ব্যাটিংয়েও। ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করে ২৫২ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ভারতের বিপক্ষে তাদের এ স্কোর অনেকটাই লড়াকু বলেই বোঝা যাচ্ছে। কারণ আরব আমিরাতে তীব্র গরমে ফিল্ডিং করার পর ব্যাট করা বেশ কষ্টকর ব্যাপার।

মোহাম্মদ শাহজাদের ঝড়ো সেঞ্চুরি ও মোহাম্মদ নবির হাফসেঞ্চুরিতে রানের ঝড় তুলে আফগানিস্তান। তবে তারা ছাড়া বাকিরা তেমনটা করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো আফগান ৮ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করেছে।

শাহজাদ আউট হন ১২৪ রানে। ১১৬ বলের মারকুটে ইনিংসে ১১টি চার আর ৭টি ছক্কা হাঁকান আফগানিস্তানের উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। মোহাম্মদ নবীও দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে উদ্ধার করেছেন। নিয়ে গেছেন লড়াকু সংগ্রহে।

৫৬ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৬৪ রান করে তিনি যখন ফেরেন আফগানিস্তানের রান তখন ৮ উইকেটে ২৪৪। নবী ফেরার পর শেষ ১৫ বলে আফগানরা তুলতে পেরেছে মাত্র ৮ রান।

ভারতের পক্ষে সবচেয়ে সফল ছিলেন রবীন্দ্র জাদেজা। ৪৬ রানে ৩টি উইকেট নেন তিনি। ২টি উইকেট শিকার কুলদ্বীপ যাদবের।



শেয়ার করুন :


আরও পড়ুন

গুরুত্বহীন ম্যাচেও ছাড় দেবে না ভারত-আফগানিস্তান

গুরুত্বহীন ম্যাচেও ছাড় দেবে না ভারত-আফগানিস্তান

এশিয়া কাপে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন শাহজাদ

এশিয়া কাপে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন শাহজাদ

আফগানদের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় জয়

আফগানদের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় জয়

আফগানিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ

আফগানিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ