মাহমুদুুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যের পর বল হাতে শেষ ওভারে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে এশিয়া কাপে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে টাইগাররা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচের লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে ১৫৩ বলে ১২৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে ৭ উইকেটে ২৪৯ রানের সংগ্রহ এনে দেন মাহমুদুল্লাহ ও ইমরুল। এরপর নিজেদের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশের বিপক্ষে সমান তালে লড়ছিল আফগানিস্তান। জয়ের জন্য ম্যাচের শেষ ওভারে ৮ রানের সমীকরণ নামিয়ে আনে আফগানরা। কিন্ত ওই ওভারে মোস্তাফিজ চার রানের বেশি না দেয়ায় ৩ রানে ম্যাচ জিতে নেয় টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে এমন শ্বাসরুদ্ধকর জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোস্তাফিজের প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাদ যাননি ম্যাচ সেরা খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদও। ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘ম্যাচের শেষ দিকে মোস্তাফিজ ছিল ম্যাজিশিয়ান।’
তিনি বলেন, ‘এর আগে ৮-৯ রান আমরা রক্ষা করতে পারিনি, কিন্তু আজ আমরা তা করতে পেরেছি। এ ছাড়া সাকিব নিজের শেষ ৩টি বল খুবই ভালো করেছে। আমরা মোস্তাফিজকে শেষ ওভারে উইকেট নিতে বলেছিলাম। তবে সে দারুণ বল করেছে। এ ছাড়া মাহমুদুল্লাহ ও ইমরুলের কথাও বলতে হয়। ৫ উইকেট হারানোর পর এভাবে বড় জুটি গড়া সত্যিই প্রশংসনীয়।’
মাশরাফির মতো মোস্তাফিজের প্রশংসা করেছেন ম্যাচ সেরা খেলোয়াড় মাহমুদুুল্লাহ রিয়াদও। বলেন, ‘কন্ডিশন খুবই খারাপ ছিল। প্রচন্ড গরম। তবে আমরা ম্যাচের শেষ দিকে ভালো বোলিংয়ের জন্য জয় পেয়েছি। কৃতিত্ব দিতে হবে মোস্তাফিজকে। আমরা জানতাম শেষ দিকে ভালো হিটার ব্যাটসম্যান আছে তাদের। যারা স্নায়ু চাপ নিতে পারবে। কিন্তু আজ আমরা জিতেছি। এটি দলগত প্রচেষ্টার ফল। দলের জয়ে অবদান রাখতে পারাটা সবসময়ই আনন্দের। আমি এবং ইমরুল ভালো জুটি গড়েছিলাম। আমাদের শেষ পর্যন্ত খেলার পরিকল্পনা ছিলে। তবে শেষ পর্যন্ত বোলাররাই জিতিয়েছে আমাদের। আশা করছি পাকিস্তানের বিপক্ষেও আমরা সেরা পারফরমেন্স করবো।’
আগামী ২৬ সেপ্টেম্বর সুপার ফোরেরর শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে ভারত ফাইনালে চলে যাওয়ায় ম্যাচ দুই দলের জন্যই অঘোষিত সেমি ফাইনালে পরিণত হয়েছে।