ভারতে ২৩৮ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮
ভারতে ২৩৮ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান

ছবি : ক্রিকইনফো

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৭ রান করেছে পাকিস্তান।

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিংয়ে নেমে ২৪ রানের সূচনা পায় পাকিস্তান। ওপেনার ইমাম উল হককে ১০ রানে থামিয়ে দিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন ভারতের লেগ-স্পিনার যুজবেন্দ্রা চাহাল। আরেক ওপেনার ফখর জামানও এ ম্যাচে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ৩১ রানে তাকে তাকে লেগ বিফোর ফাঁদে ফেলেন ভারতের আরেক স্পিনার বাঁ-হাতি কুলদীপ যাদব।

তিন নম্বরে ব্যাট হাতে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বাবর আজম। ৯ রানে আউটের শিকার হন তিনি। এরপর পাকিস্তানের মিডল-অর্ডারে অধিনায়ক সরফরাজ আহমেদ ও শোয়েব মালিক দলের রানের চাকা সচল করেন। তৃতীয় উইকেটে ভারতীয় বোলারদের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকেন তারা। এতে পাকিস্তানের স্কোর দেড়শ’ ছাড়িয়ে যায়। দু’জনে জুটিতে ১০৭ রান যোগ করার পর বিচ্ছিন্ন হন তারা। ৪৪ রান করা সরফরাজকে তুলে নিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন ভারতের কুলদীপ।

সরফরাজ হাফ-সেঞ্চুরির কাছে গিয়ে ফিরে গেলেও ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম হাফ-সেঞ্চুরি তুলে নেন মালিক। দলীয় ২০৩ রানে বিদায় নেন মালিক। ৪টি চার ও ২টি ছক্কায় ৯০ বলে ৭৮ রান করে জসপ্রিত বুমরাহর শিকার হন তিনি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মালিকের বিদায়ের পর পরের দিকে ব্যাটসম্যানরা পাকিস্তানকে বড় স্কোর এনে দিতে পারেননি। টেল এন্ডার আসিফ আলীর ২১ বলে ৩০ রানের সুবাদে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৭ রানের সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান। ভারতের বুমরাহ, চাহাল ও কুলদীপ ২টি করে উইকেট নেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াদ-ইমরুলের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ২৪৯

রিয়াদ-ইমরুলের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ২৪৯

ওয়ানডে অভিষেক হলো অপুর

ওয়ানডে অভিষেক হলো অপুর

৫ হাজার রানের ঘরে মুশফিকুর রহিম

৫ হাজার রানের ঘরে মুশফিকুর রহিম

আফগানিস্তান-পাকিস্তানের ৩ ক্রিকেটারকে জরিমানা

আফগানিস্তান-পাকিস্তানের ৩ ক্রিকেটারকে জরিমানা