সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আবারও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলো বাংলাদেশ। টপ অর্ডার থেকে মিডল অর্ডার সব ক্ষেত্রে চরম বাজে ব্যাটিং করেছে সাকিব-মুশফিকরা।
তবে মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত আফগানিস্তানকে ২৫০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
টপ অর্ডার ব্যাটসম্যানদের আত্মাহুতির মিছিলে শঙ্কা জেগেছিল বাংলাদেশ শিবিরে। মাত্র ৮৭ রানেই প্রথম পাঁচ ব্যাটসম্যান আউট হয়ে গেলে অল্প রানেই গুটিয়ে যাওয়া ভয় ধরে বাংলাদেশ সমর্থকদের মনে। গত দুই ম্যাচে যে বাজেভাবে হেরেছে বাংলাদেশ তাতে ভয় ধরাটাই স্বাভাবিক।
নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাঁটা পড়েন দলের সেরা দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এরপর সব ভয়কে জয় করে ষষ্ঠ উইকেট জুটিতে ১২৮ রান যোগ করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস।
দু’জনই হাঁকান নিজেদের ব্যক্তিগত অর্ধশতক। তাদের ফিফটিতে ভর করে শেষ পর্যন্ত নিজেদের নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৯ রানে থামে বাংলাদেশের সংগ্রহ। ম্যাচ জিততে আফগানিস্তানকে করতে হবে ২৫০ রান।