বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভশীলের প্রতীক হয়ে ওঠা উইকেটকিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের ঘরে প্রবেশ করলেন। এশিয়া কাপের সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে এ রেকর্ড স্পর্শ করেন তিনি।
টুর্নামেন্টের শুরুতে ওয়ানডে ক্রিকেটের পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করতে মুশফিকের প্রয়োজন ছিল ১৭২ রান। শ্রীলঙ্কা বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস খেলে তৃতীয় বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পথে অনেকটাই এগিয়ে যান মুশফিক।
আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে বিশ্রাম ও ভারতের বিপক্ষে ম্যাচে ২১ রান করে আউট হওয়ায় বেড়ে যায় অপেক্ষা। অবশেষে আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ব্যক্তিগত এ মাইলফলক ছুঁলেন মুশফিকুর রহিম।
সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ৫ হাজার রান থেকে ৭ রান দূরে ছিলেন মুশফিক। ইনিংসের একাদশতম ওভারে গুলবাদিন নাইবের ওভারে ফাইন লেগ দিয়ে চার মেরে বাংলাদেশের তৃতীয় ও বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
মুশফিকুর রহিমের আগে বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ও সাকিব আল হাসান নিজেদের ওয়ানডে ক্যারিয়ারে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। এবার তৃতীয় বাংলাদেশি ক্রেকেটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করলেন তিনি। তার এ নতুন মাইলফলকে অভিনন্দর জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কিউন্সিল (আইসিসি)।
Congratulations to @mushfiqur15, he becomes the third @BCBtigers batsman to score 5000 runs in ODI cricket! pic.twitter.com/luiFRrCU4i
— ICC (@ICC) September 23, 2018