বাংলাদেশের ১২৮তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। চলমান এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে অপুর ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো।
রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নাজমুলকে নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। ফলে প্রথমবারের মত ওয়ানডে খেলার সুযোগ পেলেন ২৭ বছর বয়সী নাজমুল।
দেশের হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে নাজমুলের। ১৩ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন তিনি।
ঘরোয়া আসরে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৮ ম্যাচে ৮৬ উইকেট ঝুলিতে রয়েছে নাজমুলের।
নিজের অভিষেক ও ম্যাচ শুরু হওয়ার আগে বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর মাথায় ওয়ানডে ক্রিকেটের ক্যাপ পড়িয়ে দেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত ও ইমরুল কায়েস।
Nazmul Islam receiving his debut ODI cap from .@Sah75official ahead of the Super Four clash against Afghanistan. pic.twitter.com/RTZoJJlQy0
— Bangladesh Cricket (@BCBtigers) September 23, 2018