ওয়ানডে অভিষেক হলো অপুর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮
ওয়ানডে অভিষেক হলো অপুর

ছবি : বিসিবি

বাংলাদেশের ১২৮তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। চলমান এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে অপুর ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো।

রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নাজমুলকে নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। ফলে প্রথমবারের মত ওয়ানডে খেলার সুযোগ পেলেন ২৭ বছর বয়সী নাজমুল।

দেশের হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে নাজমুলের। ১৩ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন তিনি।
ঘরোয়া আসরে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৮ ম্যাচে ৮৬ উইকেট ঝুলিতে রয়েছে নাজমুলের।

নিজের অভিষেক ও ম্যাচ শুরু হওয়ার আগে বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর মাথায় ওয়ানডে ক্রিকেটের ক্যাপ পড়িয়ে দেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত ও ইমরুল কায়েস।



শেয়ার করুন :


আরও পড়ুন

এখনও ঘুড়ে দাঁড়ানো সম্ভব : মাশরাফি

এখনও ঘুড়ে দাঁড়ানো সম্ভব : মাশরাফি

নিজে অনুপস্থিতিতে নতুনদের সুযোগ দেখছেন তামিম

নিজে অনুপস্থিতিতে নতুনদের সুযোগ দেখছেন তামিম

বিসিবির ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন আশরাফুল

বিসিবির ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন আশরাফুল

আফগানিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ

আফগানিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ