দলগত পারফরেমেন্সের নৈপুন্যে বাংলাদেশকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। অন্যদিকে টস হেরে প্রথমে ব্যাটিং করে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৭৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। হারের জন্য অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও দুষলেন ব্যাটসম্যানদের। তবে এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন তিনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘শুরু থেকেই আমরা উইকেট হারাতে থাকি। আজ আমরা সব দিক থেকেই পিছিয়ে ছিলাম। আমি মনে করি, এখনও ঘুড়ে দাঁড়ানো সম্ভব। এ ম্যাচের উইকেট ব্যাটিংয়ের জন্য খুব একটা খারাপ ছিলো না।’
তিনি আরও বলেন, ‘২৫০-২৬০ রান করতে পারতাম কিন্তু আমরা নিয়মিত উইকেট হারাতে থাকি। হয়তো দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা আরও সহজ হতে পারতো। কিন্তু সহজেই ২৬০-২৭০ রান করা যেত। যদি ১৭০ রানের সংগ্রহ হয়, তাহলে বোলারদের কাজটা কঠিন হয়ে পড়ে। ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে, বিশেষ করে পরপর দুই ম্যাচে বড় স্কোর করতে ব্যর্থ হবার পর। পরের ম্যাচ শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে খেলতে হবে আমাদের। আমাদের ভালো ব্যাটিং করা প্রয়োজন।’
হার দিয়ে সুপার ফোর শুরু হলেও এখানো ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মাশরাফি। বলেন, ‘একটি ম্যাচ সবকিছু বদলে দিতে পারে। আমরা এখনো টুর্নামেন্টে টিকে আছি। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি আমাদের জন্য কঠিন। ঐ ম্যাচে ভালো পারফরমেন্স করতে হবে আমাদের। আফগানিস্তানের বোলিং আক্রমণ অনেক বেশি শক্তিশালী। আমাদের বোলিং এখনো ভালো হচ্ছে। কিন্ত মূল চিন্তার কারণ ব্যাটিং। আশা করছি, আমরা ঘুড়ে দাড়াবো।’
এদিকে দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার এবং ইমরুল কায়েস।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন,মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক।