আফগানিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৬ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৮
আফগানিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ

চলতি এশিয়া কাপের ষষ্ঠ এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ধরা খেল বাংলাদেশ। আফগানদের দেয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় টাইগাররা। অর্থাৎ বাংলাদেশকে ১৩৬ রানের পরাজয়ের লজ্জা দিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান।

দলীয় ১৫ রানের মাথায় ওয়ানডেতে অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্ত (৭) প্রথম সাজঘরে ফেরেন। এরপর আরেক ওপেনার লিটন দাসও (৬) সাজঘরে ফেরেন মাত্র দুই রানের ব্যবধানে। দীর্ঘদিন পর দলে ফিরে মুমিনুল হক মাত্র ৯ রান করে আউট হন। আগের মাচে দারুণ একটি ইনিংস খেলা মিঠুন এ দিন রান করেছেন মাত্র ২।

তবে ষষ্ঠ উইকেটে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ ৩৬ রানের জুটি গড়েন। সাকিব ৩২ ও মাহমুদউল্লাহ ২৭ রান করে আউট হন। শেষ দিকে সৈকত কিছুটা চেষ্টা করে হারের ব্যবধান কমিয়েছে মাত্র। তিনি ২৬ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে রশিদ, নাঈব ও মুজিব দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে প্রথমে ব্যাট করে ২৫৫ রান তুলে আফগানিস্তান। আফগানদের পক্ষে ৫৮ রান করেন শহীদী। এরপর ৩২ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রশিদ। ৩৮ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন নাঈব। ব্যাট ও বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন রশিদ খান।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

কেদারকে নিয়ে যা বললেন সরফরাজ

কেদারকে নিয়ে যা বললেন সরফরাজ

নিজে অনুপস্থিতিতে নতুনদের সুযোগ দেখছেন তামিম

নিজে অনুপস্থিতিতে নতুনদের সুযোগ দেখছেন তামিম

সুপার ফোরে কঠিন সূচিতে বাংলাদেশ

সুপার ফোরে কঠিন সূচিতে বাংলাদেশ