এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন টিম ইন্ডিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বল করা অবস্থায় মাঠের মধ্যেই পড়ে যান হার্দিক পান্ডিয়া। কিছুক্ষণ চেষ্টার পরেও কোনোভাবেই নিজের পায়ে দাঁড়াতে না পারায় শেষ পর্যন্ত স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পাকিস্তান ইনিংসের ১৮তম ওভারে এ ঘটনা ঘটে।
হার্দিক পান্ডিয়া তখন তার প্রথম স্পেলে টানা পঞ্চম ওভার বল করছেন। ওই ওভারের পঞ্চম বলটি করতে গিয়ে হটাৎই ফলোথ্রুতে স্টেপ মিস করে পড়ে যান তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইট থেকে পান্ডিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানানো হয়, পানি স্বল্পতার কারণে পায়ের পেছনের দিকে নিচের অংশে টান পড়ে তার। দ্রুতই মাঠে প্রবেশ করেন ভারতীয় দলের চিকিৎসক।
শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয় হার্দিককে। পাকিস্তান ইনিংসে আর বল করতে পারেননি তিনি। তবুও চিরপ্রতিদ্বন্দ্বীদের ১৬২ রানে অলআউট করে ভারত ম্যাচ জেতে ৮ উইকেটে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র পক্ষ থেকে পরে জানানো হয়েছে, পিঠের নিচের দিকে বড় চোট পেয়েছেন হার্দিক। তবে এখন তিনি দাঁড়াতে পারছেন। মেডিকেল দল তার পরিচর্যা করছে। তবে সর্বশেষ যে অবস্থা, তাতে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে পান্ডিয়াকে পাওয়া নিয়ে যথেষ্ট অনিশ্চয়তায় রয়েছে ভারত। চোটের কারণে এশিয়া কাপ থেকে এই তারকা ছিটকে গেলে ভারতের জন্য বড় ধাক্কা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।