ভারতের মনে ভয় ধরিয়ে দিয়েছিল বিশ্ব ক্রিকেটের পুচকে দল হংকং। চলমান এশিয়া কাপের চতুর্থ ম্যাচে মঙ্গলবার রাতে ভারতের দেয়া ২৮৬ রানের টার্গেটে উদ্বোধনী জুটিতে বিনা উইকেটে ১৭৪ রান তুলে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল হংকং। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার অভাবে ২৬ রানে ম্যাচ হারে হংকং।
ভারতের বিপক্ষে দুর্দান্ত খেললেও ম্যাচ হেরে হতাশ হংকংয়ের অধিনায়ক আংশুমান রাথ। তবে যা করেছেন তা বিশ্ববাসী দেখেছে, এতেই খুশি রাথ।
তিনি বলেন, ‘আমরা বিশ্ববাসীকে দেখিয়েছি যে আমরা কী করতে পারি, আমরা কতটা ভালো খেলতে পারি। ভালো খেলার সামর্থ্য আমাদের রয়েছে। ভারতকে হারানোর ভালো সুযোগ ছিল আমাদের। কিন্তু আমরা অভিজ্ঞতার অভাবে সুযোগটি হারিয়েছি। আমরা যদি আরেকটু সর্তক হয়ে খেলতাম তাহলেই হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারতাম।’
পুরো ম্যাচেই দল হিসেবে ব্যটসম্যান-বোলাররা ভালো করেছে বলে জানান রাথ। তিনি বলেন, ‘ভারত ৩শ’ রান করতে পারতো। কিন্তু আমাদের বোলাররা তা করতে দেয়নি। ভারতকে ২৮৫ রানে আটকে দেয়। এরপর আমাদের শুরুটাও ছিল দুর্দান্ত। নিজাকাতের ইনিংসটি ছিল অপূর্ব। এটি ছিল দলগত পারফরমেন্স। যা হয়েছে, তাতে আমরা খুশি। আমাদের পারফরমেন্স পুরো বিশ্ব দেখেছে। আমরা ভবিষ্যতে আরও বড় চমক দিতে পারব।’
আইসিসির সহযোগী দেশ হংকং। এখনো ওয়ানডে স্ট্যাটাস নেই তাদের। এশিয়া কাপের বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে খেলার সুযোগ পায় হংকং। আইসিসির সহযোগী দেশগুলোকে আরও বেশি ম্যাচ খেলার অনুরোধ করেছেন রাথ।
তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের এমন পারফরমেন্স ক্রিকেটের জন্যই ভালো । আপনি যদি আফগানিস্তানকে দেখেন তাহলে তারাও কিন্তু আগে আমাদের মত ছিল। মাঝেমাঝে বড় দলগুলোকে চমকে দিত। সেখান থেকে আজ তারা অনেক ভালো দল। আন্তর্জাতিক অঙ্গনে সবাইকে চমকে দেয়। আমি মনে করি সহযোগী দেশগুলোকে এমনভাবে উঠে আসা দরকার।’