শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগামী ২০ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের দুই দল বাংলাদেশ ও আফগানিস্তান।
এছাড়া ‘বি’ গ্রুপের তৃতীয় দল শ্রীলঙ্কা নিজেদের দুই ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশসহ আফগানিস্তানেরও সুপার ফোর নিশ্চিত হয়েছে। সুপার ফোর খেলা নিয়ে স্বস্তিতে নেই বাংলাদেশ কিংবা আফগানিস্তান। কারণ, সূচি অনুযায়ী পরদিনই (২১ সেপ্টেম্বর) মাঠে নামতে হবে সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচ খেলতে। শুধু তাই নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে আবুধাবি থেকে উড়াল দিতে হবে দুবাইয়ে।
গ্রুপ পর্বে বাংলাদেশ ও আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচটি খেলবে আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। পরের দিন মাঠে গড়াবে সুপার ফোরের দু’টি ম্যাচ। আবুধাবিতে খেলবে গ্রুপ ‘এ’ রানারআপ ও গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন দল। এছাড়া দুবাইতে খেলবে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘বি’ রানার আপ দল।
অর্থাৎ ২০ তারিখ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে যেই হারবে গ্রুপ রানারআপ হয়ে তাদের পাড়ি দিতে হবে ১৪০ কিলোমিটার। আগেরদিন রাতে ম্যাচ শেষ করে এ ১৪০ কিমি ভ্রমণ করে পরদিন দুপুরে আবার নেমে পড়তে হবে মাঠে। যেখানে আরব আমিরাতের উত্তপ্ত গরমে খুবই কঠিন কাজ।
এদিকে তামিম ইকবালের দল থেকে ছিটকে পড়া, মুশফিকুর রহিমের পাজরের ইনজুরি, সাকিব আল হাসানের বাঁ হাতের আঙুলে ইনজুরির তো রয়েছেই। আর এ কঠিন কাজ থেকে রেহাই পেতে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বস্তিতে থাকার সুযোগ নেই বাংলাদেশের।