এশিয়া কাপে তামিম যে আর খেলতে পরছেন না তা জানা গেছে বেশ আগেই। শুধু বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শের অপেক্ষায় দেরি হচ্ছিল এ আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে দুইবাইতে চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর জানা গেছে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এ টাইগার ওপেনারকে। অর্থাৎ মঙ্গলবারই দেশের বিমান ধরবেন এ ওপেনার।
সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় দুবাইয়ের আল-জাহরা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার করা হয় তামিমের। এখানকার জার্মান চিকিৎসক তামিমের হাতে দেখে বলেছেন, আপাতত অস্ত্রোপচারের দরকার নেই। তবে স্পোর্টস সার্জনদের সঙ্গে পরামর্শ করতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে পাঠানো হবে তামিমের রিপোর্ট।
ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের জানিয়েছেন, ‘এখন আমি বলতে পারি সে এশিয়া কাপ থেকে বাইরে। এখানকার চিকিৎসক সার্জারি লাগবে না বলেছেন তবে তার রিপোর্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। তারপরই সার্জারির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে যে যাই বলুক, তামিম যে এশিয়া কাপে আর খেলতে পারছে তা বিশেষ সূত্রে জানা গেছে। মঙ্গলবার দেশে ফিরে পুরোদমে বিশ্রামে থাকবেন তিনি। একই সঙ্গে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে পাঠানো রিপোর্টের উপর নির্ভর করবে তার চিকিৎসা পদ্ধতি।
এশিয়া কাপের প্রথম ম্যাচে লঙ্কানদের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। কিন্তু ম্যাচের দ্বিতীয় ওভারে চোট পেয়ে ছিটকে পড়েন তামিম। প্রাথমিক পরীক্ষায় তার হাতে একাধিক ফ্র্যাকচার পাওয়া যায়। দলের প্রয়োজনে ওই অবস্থায় এক হাতে ব্যাট করেন, যার ফলে দেশসহ টাইগার ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি।
এদিকে তামিম ছিটকে পড়লেও তার বদলে আর কাউকে দেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে না। লিটন দাসের সঙ্গে তাই ইনিংস উদ্বোধনের জন্য আলোচনায় আছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।