এশিয়া কাপের ১৪তম আসরের দ্বিতীয় ম্যাচে হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। তবে ম্যাচে অন-ফিল্ড ও থার্ড আম্পায়ারদের ভুল ছিলো চোখে পড়ার মত।
পাকিস্তানের ব্যাটিং ইনিংসে দু’বার চোখে পড়ার মত ভুল করেন তারা। পাকিস্তানের বিপক্ষে হংকংয়ের আউটের আবেদন নাকচ করে দেন আম্পায়াররা। ছোট ও কম শক্তির দলের বিপক্ষে আম্পায়ারদের এমন ভুল খুবই হাস্যকর। ধারাভাষ্য বক্সে বসে আম্পায়ারদের এমন ভুল সিদ্বান্তকে হাসি দিয়ে ধীক্কার জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও অস্ট্রেলিয়া ব্রেট লি।
আম্পায়ারদের ভুলের প্রথমটি ছিলো পাকিস্তান ইনিংসের ১৩তম ওভারের চতুর্থ বলে। ব্যাটসম্যান ইমাম উল হকের বিপক্ষে আউটের আবেদন করেন অফ-স্পিনার এহসান খান। তার আবেদন শুনে হাত উঠিয়ে হঠাৎ করেই কান চুলকান আফগানিস্তানের আম্পায়ার আহমেদ শাহ পাকতিন। পরে আবেদন নাকচ করে দেন। এরপরই রিভিউ চেয়ে বসে হংকং।
রিভিউতে দেখা যায় বল ব্যাটে না লেগে ইমামের প্যাডে গিয়ে লাগে। কিন্তু স্পাইক উঠে যাওয়ায়, থার্ড আম্পায়ার অন-ফিল্ড আম্পায়ারের সিদ্বান্ত বহাল রাখেন। এটি ছিলো আম্পায়ারদের একটি ভুল।
দ্বিতীয় ভুল ছিলো ১৬তম ওভারের প্রথম ডেলিভারিতে। এবার অন-ফিল্ড আম্পায়ার ছিলেন দক্ষিণ আফ্রিকার শন জিওর্জি। হংকং-এর বাঁ-হাতি স্পিনার নাদিম আহমেদ এলবিডব্লুর আবেদন করেন ইমামের বিপক্ষে। কিন্তু তাতে সাড়া দেননি জিওর্জি। এছাড়া হংকং-এর কাছে রিভিউও ছিলো না। তাই রিভিউ নিত পারেনি হংকং। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, হক-আই তিনটি অপশনই লাল ছিলো। অর্থাৎ, ইমাম আউট ছিলেন। কিন্তু এবারও আম্পায়ারদের সহায়তায় বেঁচে যান ইমাম।