পাকিস্তানের সামনে ১১৬ রানেই গুটিয়ে গেল হংকং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮
পাকিস্তানের সামনে ১১৬ রানেই গুটিয়ে গেল হংকং

ছবি : ক্রিকইনফো

বাংলাদেশের বিপক্ষে মাত্র ১২৪ রানেই গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশ ১৩৭ রানে বিশাল ব্যবধানের জয পেয়েছে। এবার টুর্নামেন্টের অন্যতম ফেবারিট পাকিস্তানের সামনে মাত্র ১১৬ রানেই অলআউট হয়ে গেল টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল হংকং।

দুবাইর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার চলমান এশিয়া কাপের দ্বিতীয় ম্যচে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে হংকং। ৩৭.১ ওভার ব্যাট করে মাত্র ১১৬ রানেই অলআউট হয়ে যায় তারা। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন আইজাজ খান। এছাড়া ২৬ রান করেছেন কিঞ্চিত শাহ।

ব্যাট করতে নেমে নিজাকাত খান আর অধিনায়ক অংশুমান রাথ মিলে ১৭ রানের জুটি গড়েন। ১৩ রান করে রান আউট হয়ে যান নিজাকাত খান। ১৯ রান করে বিদায় নেন অংশুমান রাথও। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতন হতে থাকে।

যদিও কিঞ্চিত শাহ এবং আইজাজ খান মিলে মাঝে একটু ধরে খেলার চেষ্টা করেন। কিন্তু হাসান আলি আর উসমান খানের পেস তোপে সেটাও সম্ভব হয়নি।

অন্যদিকে পাকিস্তানের মোহাম্মদ আমির রান বেঁধে রাখতে পারলেও উইকেট নিতে পারেননি। উসমান খান আর হাসান আলি ঝড় তোলেন হংকংকের বিরুদ্ধে। ৩ উইকেট নেন উসমান খান। হাসান আলি নেন ২ উইকেট। লেগ স্পিনার শাদাব খান নিয়েছেন ২টি উইকেট। ফাহিম আশরাফ নেন ১ উইকেট এবং বাকি ২ জন রান আউটের ফাঁদে পড়েন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারালো বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারালো বাংলাদেশ

দলের কঠিন সময়ে মুশফিকের সেঞ্চুরি

দলের কঠিন সময়ে মুশফিকের সেঞ্চুরি

গ্লাভস কেঁটে তামিমের হাতে পড়িয়ে দিয়েছিলেন মাশরাফি

গ্লাভস কেঁটে তামিমের হাতে পড়িয়ে দিয়েছিলেন মাশরাফি

ফিরেই নিজের প্রমাণ দিলেন মালিঙ্গা

ফিরেই নিজের প্রমাণ দিলেন মালিঙ্গা