হেরে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে কঠিন চাপে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮
হেরে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে কঠিন চাপে শ্রীলঙ্কা

এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে শ্রীলঙ্কা। এ হারে টুর্নামেন্টের শেষ চারে উঠার পথ কঠিন হয়ে গেছে লঙ্কানদের। ফলে টুর্নামেন্টের শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সোমবার আফগানিস্তানের বিপক্ষে জয় পেতেই হবে।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তারপরও ফেভারিটের তকমাটা গায়ে মাখতে পারেনি কোন দলই। তবে মাঠের পারফরমেন্সে আলো ছড়িয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা। বিশেভাবে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। ১ রানে ২ উইকেট হারানোর অল্প কিছুক্ষণ পর হাতের কব্জিতে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ফলে শুরুতেই বড় ধরনের চাপে পড়ে বাংলাদেশ দল।

কিন্তু মাথা ঠান্ডা করে চতুর্থ উইকেটে ১৩১ রানের মহামূল্যবান জুটি গড়েন মুশফিক ও মোহাম্মদ মিথুন। এ জুটির কল্যাণেই লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। মিথুন আউট হলে পরের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও নিজেকে আরও একবার প্রমাণ করেন মুশফিক। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ১৪৪ রানের দর্শনীয় ইনিংস খেলেন মুশি। ২৬১ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে অসহায় আত্মসমর্পণ করে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১২৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ফলে হার দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করে কঠিন সমীকরণের মুখে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের শেষ চারে খেলতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোন উপায় নেই শ্রীলঙ্কার সামনে। দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

তাই কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যায় ব্যক্ত করেছেন শ্রীলঙ্কার ওপেনার উপুল থারাঙ্গা। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। ২৬২ রানের টার্গেটে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হয়। কিন্তু আমরা পুরোপুরি ব্যর্থ। এখন আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। জয় ছাড়া অন্য কোন উপায় নেই। আফগানরা সম্প্রতি ভালো ক্রিকেট খেলছে। তাই জয় পেতে নিজেদের সেরাটা খেলতে হবে আমাদের। যেভাবেই হোক আমরা ঘুড়ে দাঁড়াতে চাই।’

তবে শ্রীলঙ্কার মত কোন চাপ নেই আফগানিস্তানের। বেশ ফুরফুরা মেজাজেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে আফগানরা। তবে এবারের এশিয়া কাপে জয় দিয়ে নিজেদের মিশন শুরু করতে চাইছে আফগানিস্তান। এমনটাই জানালেন দলের অধিনায়ক আসগর আফগান।

তিনি বলেন, ‘দ্বিতীয়বারের মত এশিয়া কাপ খেলছি আমরা। আগের আসরে ভালো পারফরমেন্স করতে পারিনি। এবার আমাদের লক্ষ্য ভালো ফল করা। তাই জয় দিয়ে আসর শুরু করতে চাই। এ ম্যাচে জয় পেলেই শেষ চারে আগেভাগেই চলে যেতে পারবো আমরা। কারণ বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। তাই এক জয়ে শেষ চারের টিকিট পেলে মন্দ হয় না।’

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দু’বারই জয় পেয়েছে শ্রীলঙ্কা । ২০১৪ সালে ১২৯ রানে ও ২০১৫ সালের ম্যাচে ৪ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা
অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকবেলা, শেহান জয়াসুরিয়া, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রাজিথা, সুরঙ্গ লাকামাল, দুসমন্ত চামিরা, লাসিথ মালিঙ্গা।

আফগানিস্তান
আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, জাবেদ আহমাদি, রহমত শাহ, হাশমত শহিদি, মোহাম্মদ নবী, রাশিদ খান, নজিবুল্লাহ জাদরান, মুজিব উর রহমান, আফতাব আলম, সামিউল্লাহ সিনওয়ারি, মুনির আহমেদ কাকার, সৈয়দ আহমদ শেরজাদ, শরাফুদিন আশরাফ, ওয়াফাদার।



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারালো বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারালো বাংলাদেশ

তামিমের এ ত্যাগের সংজ্ঞা নেই

তামিমের এ ত্যাগের সংজ্ঞা নেই

গ্লাভস কেঁটে তামিমের হাতে পড়িয়ে দিয়েছিলেন মাশরাফি

গ্লাভস কেঁটে তামিমের হাতে পড়িয়ে দিয়েছিলেন মাশরাফি

দলের কঠিন সময়ে মুশফিকের সেঞ্চুরি

দলের কঠিন সময়ে মুশফিকের সেঞ্চুরি