মুশফিকের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬১

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮
মুশফিকের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬১

ছবি : ক্রিকইনফো

মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিংয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৬২ রানের টার্গেট দিল বাংলাদেশ। ব্যাট করতে নেমে খাদের কিনারায পড়ে যাওয়া বাংলাদেশকে এক অসাধারণ পারফমেন্সের মাধ্যমে দলকে এক সম্মানজনক স্কোরে দাঁড় করান তিনি। দলের ক্রান্তিকালে এক অসাধারণ ব্যাটিং করে নিজে তুলে নেন সেঞ্চুরি। গড়ের নিজের ক্যারিয়ার সেরা রানের স্কোর। ১৫০ বলে করেন ১৪৪ রান।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে তামিম ইকবাল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এর পরই মাঠে নামেন মুশফিকুর রহীম। স্কোরবোর্ডে ২ রান যোগ না হতেই ৩ জন ব্যাটসম্যানকে হারিয়ে খাদের কিরাণার পরে যায় বাংলাদেশ। এমন সময়ে প্রয়োজন ছিল বাংলাদেশের একটি ধৈর্যশীল জুটির।

শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা যেভাবে আগুন ঝরাচ্ছিলেন, সঙ্গে সুরাঙ্গা লাকমাল কিংবা থিসারা পেরেরারা যেভাবে নিখুঁত লাইন-লেন্থে বোলিং করছিলেন তাতে ধৈর্যশীল জুটি স্বপ্নছাড়া আর কিছুই নয়। এমন সময়ই মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মুশফিক।

মিঠুনের সঙ্গে ১৩১ রানের অনবদ্য এবং অসাধারণ এক জুটি গড়লে মুশফিক। তবে সেই মালিঙ্গার তোপেই তাদের জুটিতে ভাঙন ধরে। মালিঙ্গার তোপে টিকতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকত। তার আগে আমিলা আলফোনসোর ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মাঠে নামার সঙ্গে সঙ্গেই উইকেট হারান অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদও।

এরপর মেহেদী হাসান মিরাজ আর মাশরাফি বিন মর্তুজার সঙ্গে ছোট ছোট দুটি জুটি গড়েন। লঙ্কান বোলারদের তোপের মুখে ১৫ রান করে মিরাজ এবং ১১ রান করে বিদায় নেন মাশরাফিও। রুবেল হোসেনের ২ রানের ইনিংস মুশফিককে একটু শঙ্কায় ঠেলে দেয়। ইনিংসটাকে তিন অংকে নিতে পারবেন কি না সে চিন্তায় ব্যস্ত তখন সমর্থকরাও।

শেষ ব্যাটসম্যান মোস্তাফিজকে সঙ্গে নিয়ে অবশেষে তিন অঙ্কে পৌঁছান মুশফিক। ৪৪তম ওভারের তৃতীয় বলে সুরঙ্গা লাকমালকে বাউন্ডারি মেরেই ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যান মুশফিক।

১২৩ বলে ৭টি বাউন্ডারি এবং ১টি ছক্কার সাহায্যে দুর্দান্ত এ সেঞ্চুরিটি করেন মুশফিক। এশিয়া কাপে এ নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি এলো মুশফিকের ব্যাট থেকে। আর এশিয়ার শ্রেষ্ঠত্বের এ আসরে সব মিলিয়ে বাংলাদেশের সেঞ্চুরি হলো ৫টি।

মুস্তাফিজ আউট হয়ে গেলে হাতের ইনজুরি নিয়েই ব্যাট হাতে মাঠে নামেন তামিম। তবে তিনি ব্যাট করতে পারেননি। বাঁ হাতের তখনও ছিল তার ব্যান্ডেজ। তবে তামিম ব্যাট করতে না পারলেও জ্বলে ওঠেন মুশফিক। তার ব্যাটে চার আর ছক্কার মার দেখে উল্লাসে ফেটে পরে টাইগার সমর্থকরা। তামিমকে এক প্রান্তে রেখে স্ট্রাইক প্রান্তে ব্যাট হাতে একের পর এক চার মারতে থাকেন মুশফিক। শেষ পর্যন্ত ১৫০ বলে ১৪৪ রানের ক্যাচ বন্দি হয়ে যায় তার ব্যাটে লাগা বল। থেমে যায় বাংলাদেশ। ১৬১ রানের সংগ্রহে মুশফিকের ১৪৪ রান তার ক্যারিয়ার সেরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

দলের কঠিন সময়ে মুশফিকের সেঞ্চুরি

দলের কঠিন সময়ে মুশফিকের সেঞ্চুরি

দুঃসংবাদ বাংলাদেশের, মাঠ থেকে হাসপাতালে তামিম

দুঃসংবাদ বাংলাদেশের, মাঠ থেকে হাসপাতালে তামিম

এশিয়া কাপে যে পাঁচ খেলোয়াড়ের ওপর থাকবে স্পট লাইট

এশিয়া কাপে যে পাঁচ খেলোয়াড়ের ওপর থাকবে স্পট লাইট

সেরা একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ

সেরা একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ