সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে একই গ্রুপে খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান এবং বাছাই-পর্ব উত্তীর্ণ হয়ে আসা দুর্বল হংকং। সংক্ষিপ্ত সময়ের এ টুর্নামেন্টে এশিয়ার জায়ান্ট দুই দেশ একে-অপরের বিপক্ষে একাধিক ম্যাচে মোকাবেলা করতে পারে। ভারত সম্পর্কে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, যে কোন টুর্নামেন্টেই ভারতের বিপক্ষে সব ম্যাচই বড় এবং বিশেষ কিছু।
হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান। এ ম্যাচের সহজ জয় দিয়ে ভারতের বিপক্ষেও একই ধারা অব্যাহত রাখার আশা করছে পাকিস্তান।
সরফরাজ বলেন, ভারতের বিপক্ষে সব ম্যাচই অতিরিক্ত গুরুত্ব বহন করে। মোমেন্টামটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের লক্ষ্য থাকবে প্রথম ম্যাচে জয় পাওয়া এবং একই ধারা ভারতের বিপক্ষে অব্যাহত রাখা। ভারতের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় এখন অতীত এবং সামনে এগিয়ে যেতে এটা দলকে সাহায্য করবে না।
তিনি বলেন, ওই ম্যাচটি এখন ইতিহাস। প্রায় দেড় বছর আগে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। সুতরাং আমি মনে করি, আমাদের খুব বেশি বিবেচনায় আনা ঠিক হবে না। পেশাদার সব দলই অতীতকে পেছনে রাখে এবং সামনের দিকে অগ্রসর হয়। উভয় দল একই কাজ করবে।
সংক্ষিপ্ত সময়ের বিবেচনায় ২০১৮ এশিয়া কাপে কোন প্রতি পক্ষকেই পাকিস্তানের হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই। সরফরাজ বলেন, আমি সব দলই দেখেছি এবং সবগুলোই অত্যন্ত শক্তিশালী। কোন দলকেই হাল্কাভাবে নেয়া যাবে না। টুর্নামেন্টের শিরোপা জিততে হলে সব দলকেই ভালো ক্রিকেট খেলতে হবে।
গত ৯ বছর যাবত টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে অধিকাংশ ম্যাচই এখানে খেলতে বাধ্য হওয়ায় প্রতিপক্ষ দলগুলোর চেয়ে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন থেকে বাড়তি সুযোগ পাবে পাকিস্তান দল। ৩১ বছর বয়সী সরফরাজ বলেন, এখানকার আবহাওয়া গরম ফাস্ট বোলাররা কিছু স্যুয়িং পাওয়ায় ফ্লাড লাইটে এমন আদ্র কন্ডিশনে ব্যাটিং করাটা কঠিন হবে। আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করব। ফ্লাড লাইটে আমরা দুই/তিন অনুশীলন করেছি। গরম আবহাওয়ার কারণে টস জিতলে প্রতিটি দল অবশ্যই প্রথমে ব্যাট করে ভালো স্কোর করতে চাইবে।
পিচ সম্পর্কে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের পিচগুলো মন্থর। সুতরাং স্পিনারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের ব্যাটসম্যান-বোলাররা ভালো ফর্মে আছেন। প্রথম ব্যাটিং করার সুযোগ পেলে আমরা তিনশ’র বেশি রান করতে চেষ্টা করব। যাতে করে আমাদের বোলিং ইউনিট নির্ভর করতে পারে। আমরা একদিকে নজর দিচ্ছি না তিন বিভাগের সব ক’টিতেই সমান নজর দিচ্ছি এবং ভালো খেলার চেষ্টা করছি।