আসন্ন এমিয়া কাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমাল। দেশটির হয়ে এশিয়ার এ টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি। কারণ, তার হাতের আঙুলের ইনজুরি। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি ঘরোয়া একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে ডান হাতের আঙুলের ইনজুরিতে পড়েন চান্ডিমাল। ইনজুরি থেকে সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে তার। চান্ডিমালের পরিবর্তে শ্রীলঙ্কা দলে ডাকা পেয়েছেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নিরোশান ডিকবেলা।
নিজ মাঠে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে একটি হাফ-সেঞ্চুরিতে ১৫৮ রান করেছেন নিরোশান ডিকবেলা। কিন্তু এশিয়ার কাপের জন্য ঘোষিত দলে সুযোগ হয়নি। এশিয়া কাপের ১৬ সদস্যের স্কোয়াড থেকে চান্ডিমাল সড়ে যাওয়ায় কপাল খুলেছে এ বাঁ-হাতি ব্যাটসম্যানের।
Dinesh Chandimal will be out of the #AsiaCup 2018, after it was found that the player will need more recovery time to heal his injury in the finger, Niroshan Dickwella will be replacing Chandimal https://t.co/aOOdn9qQGK
— Sri Lanka Cricket (@OfficialSLC) September 10, 2018
এশিয়া কাপের ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা। সেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ ও আফগানিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী দিন ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে লংকানরা। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং।
শ্রীলঙ্কা দল
অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকবেলা, দানুস্কা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপনসো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুসমন্ত চামিরা ও লাসিথ মালিঙ্গা।