বিশ্বকাপ বাছাইপর্বে নারী দল দিলো বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৩ পিএম, ১২ মার্চ ২০২৫
বিশ্বকাপ বাছাইপর্বে নারী দল দিলো বিসিবি

ভারতের অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব। সেই যাত্রায় এবার ১৫ সদস্যের দল দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাছাইপর্বের দলে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের থাকা দল থেকে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার।

বুধবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দল ঘোষণা করে বিসিবি। পাকিস্তানের লাহোরে ৫-১৯ এপ্রিল এ বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিসিবি থেকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের উদ্দেশ্যে ৩ এপ্রিল রওয়ানা করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতে অনুষ্ঠিতব্য আট দলের বিশ্বকাপে দুটি স্থানের জন্য বাছাইপর্বে লড়াই করবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান।

বাংলাদেশ দলে মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহারের জায়গায় দলে জায়গা পেয়েছেন ইশমা তানজিম, জান্নাতুল ফেরদৌস এবং রিতু মনি। দলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, শানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার এবং রিতু মনি।



শেয়ার করুন :