শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। এ নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত।
২০০০, ২০০২, ২০১৩ ও ২০১৭ সালে ফাইনাল খেলেছিল টিম ইন্ডিয়া। এর মধ্যে ২০০২ ও ২০১৩ সালে শিরোপা জিতেছিল তারা। ২০০০ ও ২০১৭ সালে ফাইনাল হেরে শিরোপা বঞ্চিত হয় ভারত।
কেনিয়ায় অনুষ্ঠিত ২০০০ সালের আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। নাইরোবিতে নিউজিল্যান্ডকে ২৬৫ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ৪ উইকেটে হারে ভারত। নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস ১১৩ বলে অপরাজিত ১০২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন।
২০০২ সালে পরের আসরেও ফাইনালে উঠে ভারত। শিরোপা নির্ধারনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলংকা। কিন্তু ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত ও শ্রীলঙ্কা। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার আগে বিনা উইকেটে ১৪ রান করেছিল ভারত।
২০১৩ সালে তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স ট্র্িরফর ফাইনালে উঠে ভারত। বার্মিংহামে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে ম্যাচটি ২০ ওভারে নির্ধারিত হয়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে ভারত জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে ইংল্যান্ড।
এরপর ২০১৭ সালে পরের আসরেও ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ভারত। লন্ডনে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নেমে ধরাশায়ী হয় টিম ইন্ডিয়া। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ৩৩৯ রানের টার্গেটে ১৫৮ রানে গুটিয়ে যায় ভারত। ১৮০ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরে তৃতীয়বারের মত শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে তারা।
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয়বারের মত ফাইনাল খেলতে নামবে নিউজিল্যান্ড। এর আগে ২০০০ ও ২০০৯ সালে ফাইনাল খেলেছিল তারা। এরমধ্যে মাত্র একবার শিরোপা জিতে কিউইরা।
২০০০ সালে দ্বিতীয় আসরে প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা জিতে নেয় নিউজিল্যান্ড। নাইরোবিতে ক্রিস কেয়ার্নসের ১১৩ বলে অপরাজিত ১০২ রানের সুবাদে ভারতকে ৪ উইকেটে হারায় ব্লাকক্যাপসরা।
২০০৯ সালে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে ম্যাচ হারে তারা। শেন ওয়াটসনের ১০৫ রানের দারুণ ইনিংসে হৃদয় ভাঙ্গে নিউজিল্যান্ডের।