আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়হীন থাকার পরও বড় অঙ্কের অর্থ আয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ষষ্ঠস্থানে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করায় টুর্নামেন্ট থেকে ৪.৭৫ লাখ ডলার, অর্থাৎ, বাংলাদেশি টাকায় প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা আয় করেছে টাইগাররা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যই ১.২৫ লাখ ডলার করে পেয়েছে প্রতিটি দল। দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড ৭ উইকেটে হেরে যাওয়ায় টুর্নামেন্টে বাংলাদেশের ষষ্ঠস্থান নিশ্চিত হয়।
গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবকটিতেই হেরেছে ইংল্যান্ড। ফলে আট দলের টুর্নামেন্টে টেবিলের অষ্টম হয়েছে ইংলিশরা। যেখানে বাংলাদেশ দুটিতে হারলেও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছে।
ষষ্ঠস্থানে থাকায় টুর্নামেন্ট থেকে আরও ৩.৫০ লাখ ডলার পাবে বাংলাদেশ। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে খেলেছিল টাইগাররা।
ভারতের কাছে ৬ উইকেটে হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে গেলে ১ পয়েন্ট পায় বাংলাদেশ। পয়েন্ট টেবিলে রান রেটে এগিয়ে থাকার সুবাদে স্বাগতিক পাকিস্তানকে টপকে ষষ্ঠস্থানে ওঠে বাংলাদেশ।