স্বল্প পূঁজি নিয়েও স্পিনার বরুণ চক্রবর্তীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে দিয়েছে ভারত। স্পিনার বরুণ শিকার করেন ৫ উইকেট।
ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলা। এবার শুরু হবে শেষ চারের অর্থাৎ সেমি-ফাইনালের লড়াই। একদিন বিরতি দিয়ে মঙ্গলবার (৪ মার্চ) থেকে শুরু হবে সেমি-ফাইনাল।
‘এ’ গ্রুপ থেকে ভারত চ্যাম্পিয়ন হওয়ায় সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দল অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যকার সেমি-ফাইনালের লড়াইয়ে জয়ী দল ফাইনালে উঠবে। হেরে যাওয়া দলটি বিদায় নেবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৪ মার্চ)।
এছাড়া আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের টেবিলের দ্বিতীয় দল নিউজিল্যান্ড এবং ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (৫ মার্চ)।
দুটি সেমি-ফাইনাল ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। দুই সেমি-ফাইনাল থেকে জয়ী দুই দল ফাইনাল খেলবে। দুই দিন বিরকিত দিয়ে ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।