টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটিতে ভালো খেলার আশায় ছিলেন বাংলাদেশের অধিনায়ন নাজমুল হোসেন শান্ত। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়া হতাশ হওয়ার তথ্য জানালেন টাইগার অধিনায়ক।
রাওয়ালপিন্ডিতে সকাল থেকেই বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচটিতে টস করাও সম্ভব হয়নি। থেকে থেকে বৃষ্টি পড়ার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ আম্পায়াররা।
ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেন, “আমি খুবই হতাশ। আমরা সত্যিই এ ম্যাচটি খেলতে চেয়েছিলাম। তবে আবহাওয়ার উপর কারো হাত নেই। আমাদের কিছুই করার নেই।”
ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়। ম্যাচ দুটি নিয়ে শান্ত বলেন, “আমরা যেভাবে খেলছি লম্বা সময় ধরে, ম্যাচ দুটি আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। আশা করি, ভুল থেকে শিখতে পারবো। আমরা একটি সঠিক পরিকল্পনা তৈরি করবো এবং তা বাস্তবায়ন করবো।”
বৃষ্টির জয়, বাংলাদেশ-পাকিস্তানের ভাগ্যে জুটলো পয়েন্ট
দুটি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে বাংলাদেশ। তবে দলের বোলিং উইনিট নিয়ে খুশি টাইগার অধিনায়ক। বলেন, “ফাস্ট বোলিং ইউনিটের সাথে আমরা সব সময় লড়াই করেছি, তবে গত কয়েক বছরে ফাস্ট বোলিং আমরা এগিয়েছি। তারা খুব ভালো করছে। তাসকিন, রানার মতো খেলোয়াড়রা আসছে, ফিজ আছে। আমাদের খুব ভালো বোলিং আক্রমণ আছে। আশা করি তারা কাজটি করে যাবে এবং সেরাটা দেবে।”
দেশ ছাড়ার আগে অনুশীলন নিয়ে প্রধান কোচ অসন্তষ্ট থাকলেও নাজমুল হোসেন শান্ত সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। তবে আসর থেকে ছিটকে যাওয়ার সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন অনুশীলনে ঘাটতি থাকার কথা জানান।
নাজমুল হোসেন শান্তও জানালেন নেটে সঠিকভাবে অনুশীলনের কথা। এছাড়া ব্যাটারদের স্ট্রাইক রেটের দিকেও দৃষ্টি দিলেন। শান্ত বলেন, “আমাদের নেটে সঠিকভাবে অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন সম্পর্কে আমাদের ভাবতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি, ছেলেরা বুঝতে পারবে আমাদের কী করতে হবে।”