বৃষ্টির জয়, বাংলাদেশ-পাকিস্তানের ভাগ্যে জুটলো পয়েন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
বৃষ্টির জয়, বাংলাদেশ-পাকিস্তানের ভাগ্যে জুটলো পয়েন্ট

গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ এবং স্বাগতিক পাকিস্তানকে আর মাঠে নামতে হলো না। বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডির এ ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে সমান এক পয়েন্ট করে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো বাংলাদেশ এবং পাকিস্তান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটিতে আড়াইটায় টস হওয়ার কথা ছিল। তবে আগে থেকেই বৃষ্টি থাকায় পিছিয়ে যায় টস। থেমে থেমে বৃষ্টি পড়ায় অপেক্ষার প্রহর দীর্ঘ হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ আম্পায়াররা।

ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ-পাকিস্তানের ভাগ্যে জুটে এক পয়েন্ট করে। এর আগে দুই দলই টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। নিজেদের এ ম্যাচটিও ছিল নিয়মরক্ষার। তবে কোন দলকেই খালি হাতে ফিরতে হলো না।

‘এ’ গ্রুপ থেকে ভারত এবং নিউজিল্যান্ড সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে। রোববার গ্রুপ সেরা লড়াইয়ে মাঠে নামবে তারা। এছাড়া ‘বি’ থেকে ইতিমধ্যে ইংল্যান্ড ছিটকে গেলেও বাকি তিন দলের সামনেই সেমি-ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে।



শেয়ার করুন :