দল এলোমেলা, ব্যাটারদের দায়িত্বশীলতার অভাব দেখছেন শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
দল এলোমেলা, ব্যাটারদের দায়িত্বশীলতার অভাব দেখছেন শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার আশার বাণী শুনিয়ে দেশ ত্যাগ করেছিলেন নাজমুল হোসেন শান্তরা। সেখানে গত আসরে সেমি-ফাইনাল খেললেও টানা দুই হারে এবার গ্রুপ পর্ব থেকেই বিদায়। তবে ভিন্ন বার্তাও দিলেন অধিনায়ক শান্ত। টাইগার অধিনায়কের দৃষ্টিতে পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট দল এখন এলোমেলো। শুধু তাই নয়, ব্যাটারদের মধ্যে দায়িত্বশীলতার অভাবও দেখছেন তিনি।

আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাত সম্মেলনে শান্ত বলেন, “(বাংলাদেশ দলে) আপনি দেখবেন যে, একদিন ব্যাটিং ভালো হচ্ছে উপরের দিকে, একদিন মাঝখানে, একদিন ফিল্ডিং ভালো হচ্ছে তো... এলোমেলো একটা অবস্থা। সো, আমার মনে হয় যে, পুরো কালেক্টিবলি যদি পারফরম্যান্স করতে পারি তাহলেই এ ধরনের টুর্নামেন্টে এবং বড় দলের বিপরীতে জেতা সম্ভব।”

একই প্রশ্নের উত্তরে এর আগে তিনি বলেন, “আমরা সিরিজগুলো (বেশিরভাগ) হোমে জিতি, বাইরে খুব একটা যে জিতি ও রকম না। আমার মনে হয় যে, আইসিসি ইভেন্টগুলোতে কিভাবে ভালো করতে পারি -এ জায়গাটায় খেয়াল করতে হবে। আমার মনে হয় যে, পুরো টিম হিসেবে প্রত্যেকটা বিভাগে ভালো করাটা গুরুত্বপূর্ণ।”

ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে মোট ৩৪০টি ডট বল খেলেছে বাংলাদেশ। এ বিষয়ে শান্ত বলেন, “হ্যাঁ, এ জায়গায় (ব্যাটিং) উন্নতি করার অবশ্যই জায়গা আছে। কারণ, দেখেন আমরা রেগুলার ৩’শ রান করি না -এটা সত্যি, এটা মেনে নিতেই হবে। তবে আজকে ডট বল খেলার কথা যদি বলেন, ৫ বা ১০ ওভার পর পরই উইকেট হারাচ্ছিলাম, ওই সময়ে ব্যাটারদের জন্য কঠিন। যদি বড় দু’টা পার্টনারশীপ হতো তাহলে এ জিনিসটা হতো না।”

ভারতের বিপক্ষে হারের প্রধান কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। একই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়েছে বাংলাদেশ। বড় দলের বিপক্ষে কিংবা আইসিসি ইভেন্টে বড় সংগ্রহের কোন বিকল্প নেই। সেখানে বাংলাদেশ বরাবরই পিছিয়ে।

আমাদের যে রকম রিসোর্স আছে তাদেরকেই সুযোগ দিয়েই পরিবর্তন (ব্যাটিং এ) আনতে হবে এবং দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় এ জায়গাতে অনেক বড় গ্যাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে, একটু হালকাভাবে (দায়িত্ব) নিচ্ছে, আরও একটু দায়িত্ব নেওয়া উচিত।

-বলেন নাজমুল হোসেন শান্ত

শান্ত বলেন, “এ অভ্যাসটা তৈরি করাটা গুরুত্বপূর্ণ যে, রেগুলার কিভাবে আমরা ৩’শ (রান) করতে পারি। আমরা হঠাৎ একদিন-দুইদিন তিনশ করি। এ জিনিসটা থেকে বের হওয়ার জন্য প্র্যাকটিসে বলেন, উইকেটগুলো আরও বেটার, রেগুলার কিভাবে ভালো উইকেটে খেলা যায়, রেগুলার বড় বড় দলের বিপক্ষে কিভাবে স্কোর করা যায় -এটা আমাদের করতে হবে।”

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দলে মানসিক চিন্তা-ভাবনার কথাও বলেন শান্ত। একই সাথে ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ব্যাটারদের মাঝে দায়িত্বশীলতার অভাব দেখেছেন বলেও উল্লেখ করেন টাইগার অধিনায়ক।

নাজমুল হোসেন শান্ত বলেন, “পরিবর্তন বলতে প্লেয়ার পরিবর্তন নয়, চিন্তা-ভাবনায় আনতে (পরিবর্তন) হবে আমাদের এবং দলের জন্য কিভাবে আরও অবদান রাখতে পারি, দায়িত্ব নিয়ে কিভাবে ব্যাটিং করতে পারি -আসলে এসব আমাদেরই করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা যদি অনেক বেশি পরিবর্তন করতে থাকি, আজকে একজন, কালকে আরেকজন তো ওই ব্যাটারের জন্য কঠিন। আমাদের যে রকম রিসোর্স আছে তাদেরকেই সুযোগ দিয়ে দিয়েই আসলে পরিবর্তন (ব্যাটিং এ) আনতে হবে এবং দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় এ জায়গাতে অনেক বড় গ্যাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে, একটু হালকাভাবে (দায়িত্ব) নিচ্ছে, আরও একটু দায়িত্ব নেওয়া উচিত।”



শেয়ার করুন :