সৌম্য-সাকিব বাদ, একাদশে মাহমুদউল্লাহ-নাহিদ রানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সৌম্য-সাকিব বাদ, একাদশে মাহমুদউল্লাহ-নাহিদ রানা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে আগের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে না পারা মাহমুদউল্লাহ রিয়াদের সাথে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরেছেন নাহিদ রানা। তাদের দু’জনকে জায়গা করে দিয়ে একাদশ থেকে সৌম্য সরকার এবং তানজিম হাসান সাকিবকে বাদ দেওয়া হয়েছে।

ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে বাংলাদেশ। যে কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ। কিউইদের কাছে হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান।

অন্যদেিক, পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা নিউজিল্যান্ড একাদশেও দু’টি পরিবর্তন হয়েছে। নাথান স্মিথ ও ড্যারিল মিচেলের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে কাইল জেমিসন ও রাচিন রবীন্দ্রর।

টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে বিবেচিত নিউজিল্যান্ডকে হারানো মোটেই সহজ হবে না বাংলাদেশের। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১১টিতে জিতেছে, ৩৩টিতে হেরেছে টাইগাররা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

নিউজিল্যান্ড একাদশ
মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও’রুর্ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে এবং চারটিতে হেরেছে বাংলাদেশ। একমাত্র জয়টি এসেছে ২০২৩ সালের ডিসেম্বরে নেপিয়ারে।



শেয়ার করুন :