দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে পাকিস্তান-ভারত। জয় বিবেচনায় এ ম্যাচে ভারতের চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে পাকিস্তান।
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। এর মধ্যে পাকিস্তানের জয় ৭৩টিতে, ভারতের জয় ৫৭টিতে। ৫টি পরিত্যক্ত হয়।
তবে সর্বশেষ ১৫ ম্যাচ বিবেচনায় এগিয়ে ভারত। ১০টিতে জিতেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের জয় ৪টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এছাড়া সর্বশেষ ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জয় আছে ভারত।
ভারত-পাকিস্তান শেষ ১৫ ওয়ানডে লড়াই
১৮-০৩-২০১২ : ভারত ৬ উইকেটে জয়ী, মিরপুর
৩০-১২-২০১২ : পাকিস্তান ৬ উইকেটে জয়ী, চেন্নাই
০৩-০১-২০১৩ : পাকিস্তান ৮৫ রানে জয়ী, ইডেন গার্ডেন্স
০৬-০১-২০১৩ : ভারত ১০ রানে জয়ী, দিল্লি
১৫-০৬-২০১৩ : ভারত ৮ উইকেটে জয়ী, বার্মিংহাম
০১-০৩-২০১৪ : পাকিস্তান ১ উইকেটে জয়ী, ঢাকা
১৫-০২-২০১৫ : ভারত ৭৬ রানে জয়ী, অ্যাডিলেড
০৪-০৬-২০১৭ : ভারত ১২৪ রানে জয়ী, বার্মিংহাম
১৮-০৬-২০১৭ : পাকিস্তান ১৮০ রানে জয়ী, ওভাল
১৯-০৯-২০১৮ : ভারত ৮ উইকেটে জয়ী, দুবাই
২৩-০৯-২০১৮ : ভারত ৯ উইকেটে জয়ী, দুবাই
১৬-০৬-২০১৯ : ভারত ৮৯ রানে জয়ী, ম্যানচেস্টার
০২-০৯-২০২৩ : পরিত্যক্ত, পাল্লেকেলে
১০-০৯-২০২৩ : ভারত ২২৮ রানে জয়ী, কলম্বো
১০-১০-২০২৩ : ভারত ৭ উইকেটে জয়ী, আহমেদাবাদ
সব মিলিয়ে ১৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে ভারত জয়ী ৫৭ ম্যাচে এবং পাকিস্তান জয়ী ৭৩টি ম্যাচে। দুই দলের মধ্যে কোন ম্যাচ টাই না হলেও পরিত্যক্ত হয়েছে ৫টি।