চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ব্যাটার আইডেন মার্করাম। আসরের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে এ রকের্ড গড়েন তিনি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচি ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এ ম্যাচে মাত্র ৩৩ বলে হাফ-সেঞ্চুরি করেন মার্করাম।
মার্কারামের এ ফিফটির পথে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার দুই সাবেক ব্যাটার গ্রাহাম স্মিথ ও রায়ান ম্যাকলারেনের রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন সাবেক অধিনায়ক স্মিথ ও ম্যাকলারেন।
২০০৯ আসরে সেঞ্চুরিয়নে শ্রীলঙ্কার বিপক্ষে স্মিথ এবং ২০১৩ সালে কার্ডিফে ভারতের বিপক্ষে ৪০ বলে অর্ধশতক করেছিলেন ম্যাকলারেন। তবে এবার স্মিথ ও ম্যাকলারেনের রেকর্ড দখলে নিলেন মার্করাম।
মার্করাম শেষ পর্যন্ত ৩৬ বল খেলে ৫২ রানে অপরাজিত ছিলেন। তার এমন রেকর্ডের ম্যাচে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।
প্রথমে ব্যাট করে মার্করামের ফিফটি এবং রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে (১০৩) ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ গড়েছিল প্রোটিয়ারা। জবাবে ৪৩.৩ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ফলে ১০৭ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।