ব্যাটারদের যাওয়া-আসার ব্যস্ততায় চাপে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫
ব্যাটারদের যাওয়া-আসার ব্যস্ততায় চাপে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে চাপে পড়েছে বাংলাদেশ। ভারতীয় বোলারদের বিপরীতের ১০ ওভারেই ৫ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের দলীয় সংগ্রহ মাত্র ৩৯ রান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে খালি হাতে ফিরেন সৌম্য।

পাঁচ বল খেলে সৌম্য ডাক মারায় দলীয় ১ রানে উদ্বোধনী জুটি হারায় বাংলাদেশ। সৌম্য চলে যাওয়ার পরের ওভারে হতাশ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ২ বল খেলা শান্তও ডাক মারেন। ফলে দলীয় ২ রানেই দ্বিতীয় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

পর পর দুই উইকেট হারানোর পর ওপেনার তানজিদ হাসান তামিমের সাথে উইকেট জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ। তবে সেই জুটিও বেশিদূর যেতে পারেনি। ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেন মিরাজ (৫)।

পঞ্চম উইকেট জুটিতে উইকেটে আসেন তাওহিদ হৃদয়। তবে অক্ষর প্যাটেলের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেন তানজিদ হাসান। ব্যাটারদের যাওয়ার আসার মিছিলে ২৫ বলে ২৫ রান করে ফিরেন তিনি। ফলে দলীয় ৩৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

তানজিদ চলে যাওয়ার পরের বলে মুশফিকুর রহিমকে খালি হাতে ফেরান প্যাটেল। নবম ওভারে পর পর দুই উইকেট হারিয়ে বসা বাংলাদেশের হাল ধরেন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক। দশ ওভারে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩৯ রান। ব্যাট হাতে ৪ রানে তাওহিদ হৃদয় এবং ২ রানে জাকের আলী ব্যাট করছেন।



শেয়ার করুন :